ভিন্ন স্বা‌দের খবর

লাইভ টকশোতে হঠাৎ মারা গেলেন আলোচক

By daily satkhira

September 11, 2018

অনলাইন ডেস্ক: ভারতে টেলিভিশনে লাইভ টকশোতে কথা বলার সমায় হঠাৎ মারা গেলেন দেশটির বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী রীতা যতীন্দ্র। সম্প্রতি জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে একটি টিভি চ্যানেলে ‘গুড মর্নিং জে অ্যান্ড কে’ নামের লাইভ টকশো চলাকালিন এ ঘটনা ঘটে। খবর আনন্দবাজার পত্রিকার। খবরে বলা হয়েছে, আলোচনার এক পর্যায়ে হঠাৎ রীতা যতীন্দ্রর দুই চোখ কুঁচকে যায়। ডান পাশে হেলে পড়ে মাথাটা। ডান হাতটাও খানিকটা নড়ে ওঠে কোলের ওপর পড়ে যায়। মাথাটা টলতে টলতে একেবারে স্থির হয়ে পড়ে। চোখ দুটি দেখা যায় খোলা। ঠোঁট দুটি উপরের দিকে হা হয়ে খোলা। এ অবস্থায় একেবারে অসাড় হয়ে পড়ে দেহটি। অচেতন রীতাকে দেখে তখন কার্যত হতভম্ভ হয়ে যান অনুষ্ঠানের সঞ্চালক। সঙ্গে সঙ্গে রীতাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান, হৃদ্রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রীতার। লাইভ সম্প্রচারে উপস্থিত এক কর্মী বলেন, অনুষ্ঠানে কথা বলার সময় হার্ট অ্যাটাক হয় রীতার। সঙ্গে সঙ্গে তাকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে যাই আমরা। সেখানে বলা হয়, কিছুক্ষণ আগেই মৃত্যু হয়েছে রীতার।