বিনোদনের খবর: ঢালিউডের একসময়ের আলোচিত নায়িকা মুনমুন বলেছেন, আমাকে চলচ্চিত্র পরিচালকরা ব্ল্যাকমেইল করেছে। এখন আর সেই পরিচালকদের নাম বলে লাভ নেই। তাদের নাম বললে আমার সম্মান ফিরে আসবে না। তাদের অনেকে এখন আর নেই। যারা আছেন তাদের হাতে কাজও নেই। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে মুনমুন এসব কথা বলেন। মুনমুন আরও বলেন, যারা বলে আমার জন্য চলচ্চিত্র শিল্প ধ্বংস হয়েছে তারাই আসলে এটা ধ্বংস করেছে। কারণ যারা চাহিদাসম্পন্ন শিল্পীর বিরুদ্ধে মিথ্যে কলঙ্ক দেয় তারা সিনেমার কোনো ভালো করতে পারে না। কোন চলচ্চিত্রে আমি অশ্লীল ছিলাম তার প্রমাণ দিতে পারবেন না। অশ্লীল চলচ্চিত্রে তখন সবাই অভিনয় করেছে। কিন্তু অশ্লীল দৃশ্যে তো তারা অভিনয় করেনি। মুনমুন বলেন, আমি অশ্লীল যুগে খুব বেশি ছবি করিনি। আমার একচেটিয়া মার্কেট ছিল অ্যাকশন হিরোইন হিসেবে। অ্যাকশন নির্ভর ছবিতে প্রচুর মারপিটের দৃশ্য থাকতো, যেহেতু অ্যাশকন ছবি, এগুলোতে একটু খোলামেলা দৃশ্য জুড়ে দেয়া হত, কিন্তু আমার কোনো খোলামেলা দৃশ্য ছিল না সেসব সিনেমায়। বাস্তবতা হলো অন্য নায়িকারা যে পোশাক পরেছে আমিও সেই পোশাক পরেছি। আমি চলচ্চিত্রকে অনেক ভালোবাসি।