খেলা

কুকের বিদায়ী উপহার ৩৩ বোতল বিয়ার

By daily satkhira

September 11, 2018

খেলার খবর: এক যুগ আগে ক্রিকেট জীবনের শুরুটা হয়েছিল শতরান দিয়ে, আর শেষটাও শতরানেই হল। হ্যাঁ, ইনি অ্যালিস্টার কুক। বিশ্ব ক্রিকেটে অন্যতম শ্রেষ্ঠ বাঁ হাতি হিসেবে ক্যারিবীয় ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারার নাম প্রথমেই আসে, সে কথা মাথায় রেখেই অ্যালিস্টার কুককেও তাঁর কাছাকাছিই বসাতে হচ্ছে, কারণ তাঁর দুর্দান্ত ধারাবাহিক পারফরম্যান্স। ১৬১ ম্যাচে ১২ হাজার ৪৭২ রান। শতরান ৩৩টি। দ্বিশতরান আছে ৫টি। আর অর্ধশতরান রয়েছে ৫৭টি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে যখন অবসর নিলেন, তাঁর ব্যাটিং গড়ের পাশে লেখা হল ৪৫.৩৫। টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক যারা, সেই তালিকায় পাঁচ নম্বরেই নাম রয়েছে তাঁর। এরপরও অ্যালিস্টারের মাহাত্ম্য নিয়ে আর প্রশ্ন তোলা যায় কী? সোমবার ওভাল টেস্ট ও বিদায়ী টেস্টের চতুর্থ দিনের সংবাদ সম্মেলনে কুককে দেওয়া হয় বিদায়ী উপহার! না, ইংলিশ ক্রিকেট বোর্ড দেননি। দিয়েছেন দেশটির সাংবাদিকরা। আর সেটাও আশ্চর্যজনকভাবে ৩৩টি বিয়ারের বোতল! আসলে কুকের জীবনের ৩৩টি টেস্ট শতরানের উজ্জ্বল উপস্থিতিকে স্মরণীয় করে রাখতেই তাঁর হাতে তুলে দেওয়া হয় ৩৩ বোতল বিয়ার।