আশাশুনি

দরগাহপুর স্টেডিয়ামে বঙ্গবন্ধু ফুটবল টুর্ণামেন্টে বুধহাটা-আনুলিয়া ড্র

By daily satkhira

September 11, 2018

আশাশুনি ব্যুরো ঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট (অনুর্ধ-১৭) ২০১৮ এর সোমবারের খেলায় বুধহাটা ইউনিয়র পরিষদ দল ও আনুলিয়া ইউনিয়ন পরিষদ দল ১-১ গোলে ড্র করেছে। দরগাহপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ খেলা অনুষ্ঠিত হয়। বিকাল ৪ টায় অনুষ্ঠিত খেলায় বুধহাটা ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ ও আনুলিয়া ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ মুখোমুখি হয়। মুহুর্মুহু আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যদিয়ে পুরা সময় খেলা অনুষ্ঠিত হলেও প্রথমার্থে আনুলিয়া দলের মুরাদ প্রথম গোলের মুখ দেখে। এরপর থেকে খেলার শেষ সময়ের কয়েক মিনিট আগে বুধহাটা দলের আব্দুল্লাহ ড্র সূচক গোলেটি করে বুধহাটা ইউনিয়নবাসীর মনে স্বস্তি ফিরিয়ে আনে। খেলা পরিচালনা করেন ফিফা রেফারী নাসির উদ্দিন। সহকারী রেফারী ছিলেন বাবলুর রহমান, অরুন কুমার ও ইমরান। মঞ্চে বসে খেলা উপভোগকারী অতিথিদের মধ্যে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শামিউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী স ম সেলিম রেজা সেলিম, বুধহাটা ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ আবম মোছাদ্দেক, আনুলিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর আলম লিটন, দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলি, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান, এসকে হাসান, গোলাম মোস্তফা, হাসান ইকবাল মামুন, সোহরাব হোসেন, দরগাহপুর প্রেসক্লাব সভাপতি শেখ হিজবুল্লাহ, সেক্রেটারী রবিউল ইসলাম, দক্ষিণ বাংলা অন-লাইন পত্রিকার সম্পাদক প্রভাষক শেখ আশিকুর রহমান, সাংবাদিক শেখ রুবেল হোসেন এবং খরিয়াটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধাংশু কুমার রাহা ও ইউপি সদস্যবৃন্দ। ধারাভাষ্যে ছিলেন জি এম সুরোত আলি বক্স, শাহ আলম বাচ্চু ও আশরাফ উদ্দিন। বুধবার বিকালে টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।