জাতীয়

কাভার্ড ভ্যানের ধাক্কায় যাত্রীবাহী ইজিবাইক দুর্ঘটনায় নিহত ৪

By daily satkhira

September 12, 2018

দেশের খবর: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ফের দুর্ঘটনা ঘটেছে। একদিনের ব্যবধানে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের এক নারীসহ চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে শিশুসহ পাঁচ যাত্রী। বুধবার (১২ সেপ্টেম্বর) সকাল পৌনে ১১টার দিকে মহাসড়কের চকরিয়ার হারবাং ইনানী রিসোর্টের সামনে ঝুঁকিপূর্ণ বাঁকে এই দুর্ঘটনা ঘটে। নিহত চারজনের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের দশের ঘোনার আবদুল খালেকের ছেলে মো. ইউনুস মিয়া (৩৫), চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের মুসলিমপাড়ার আবদুস সাত্তারের ছেলে তাজ উদ্দিন (২৫), একই ইউনিয়নের জমিদারপাড়ার ছৈয়দ আহমদের ছেলে ইজিবাইকচালক আবু তাহের (৩৮)। এ ছাড়া ৩৫ বছর বয়সী এক নারী নিহত হলেও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তাঁর পরিচয় জানাতে পারেনি পুলিশ। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, রেইনবো স্টিকার লাগানো ঢাকা (মেট্রো-ম-১১-৪৪১৪) নম্বরের কক্সবাজারমুখী কাভার্ডভ্যানটি একই দিক দিয়ে চকরিয়ামুখী ইজিবাইককে ধাক্কা দিলে তার ভেতর বসা নারী যাত্রীসহ সবাই সড়কে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দু’জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক শোভন দে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ইয়াসিন আরাফাত বিষয়টি নিশ্চিত করে বলেন, কাভার্ডভ্যানের ধাক্কায় ঘটনাস্থলে দু’জন এবং হাসপাতালে আনার পর আরেকজনের মৃত্যু হয়। মরদেহগুলো বানিয়ারছড়া হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে।