মাহফিজুল ইসলাম আককাজ: সাতক্ষীরা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা থেকে মধুমাল্লারডাঙ্গার রাস্তার পাকা করণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসটার্মিনাল এলাকা থেকে মধুমাল্লারডাঙ্গীর রাস্তা পাকাকরণ এ নির্মান কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। ৫ লক্ষ ৫৫ হাজার টাকা ব্যয়ে পৌরসভার অর্থায়নে ৫শ’ ২৫ ফুট রাস্তা পাকাকরণ কাজ সম্পন্ন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শেখ শফিক উদ-দৌলা সাগর, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারি প্রকৌশলী কামরুল আখতার, শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দ্র মহলী, উপ-সহকারি প্রকেীশলী সাগর দেবনাথ, আশা এনজিও’র ফিল্ড কো-অর্ডিনেটর লক্ষন কুমার দত্ত প্রমুখ। অপর দিকে কেন্দ্রীয় বাসটার্মিনালের পীছনে নির্মানাধীন বায়োগ্যাস প্লান ও পানির প্লান পরিদর্শণ করেন। দোয়া পরিচালনা করেন হাফেজ শেখ কামরুল ইসলাম। এদিকে, ৬ নং ওয়ার্ডে রাস্তার ইটের সলিংকরণ কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে পৌরসভার ৬ নং সাবেক কমিশনার অজিহার রহমানের বাড়ি থেকে তমিজ উদ্দিনের বাড়ি পর্যন্ত এ ইটের সলিংকরণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌর মেয়র তাজকিন আহমেদ চিশতি। সাতক্ষীরা পৌরসভার অর্থায়নে ২ লক্ষ ৩ হাজার টাকা ব্যয়ে ৭শ’ ৯০ফুট রাস্তা এ রাস্তা পাকা করণ কাজ সম্পন্ন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ডের শহিদুল ইসলাম, মহিলা কাউন্সিলর অনিমা রানী মন্ডল, পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম, সহকারী প্রকৌশলী কামরুল আখতার, শহর পরিকল্পনাবিদ শুভ্র চন্দ্র মহলী, উপ-সহকারি প্রকৌশলী সাগর দেবনাথ, আশা এনজিও’র ফিল্ড কো-অর্ডিনেটর লক্ষণ কুমার দত্ত প্রমুখ। দোয়া পরিচালনা করেন হাফেজ শেখ কামরুল ইসলাম।