নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে নৃশংসভাবে হত্যাকান্ডের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করেছে সাতক্ষীরা জেলা জাতীয় পার্টি। বৃহস্পতিবার বেলা ১১টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজহার হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের তথ্য বিষয়ক উপদেষ্টা সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত। বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সহ সভাপতি নুরুল ইসলাম, এস,এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু, যুগ্ম সাধারণ সম্পাদক খালিদুর রহমান, যুব সংহতির সাধারণ সম্পাদক আবু তাহের, সাবেক ছাত্র নেতা রাজিবুল্লাহ, জেলা ছাত্র সমাজের সভাপতি কায়সারুজ্জামান হিমেল, সাধারণ সম্পাদক আকরামুল ইসলাম, সাংগঠিনক সম্পাদক রোকনুজ্জামান সুমনসহ আরো অনেকে। মানববন্ধনে বক্তারা জাতীয় পাটির জনপ্রিয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে কুপিয়ে-গুলি করে হত্যার সঙ্গে জড়িত ষড়যন্ত্রকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। উল্লেখ্য, গত শনিবার (০৮ সেপ্টেম্বর) রাত ১১:১০ টার সময় স্থানীয় কৃষ্ণনগর বাজারে ইউনিয়ন যুবলীগ অফিসে ঢুকে কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কেএম মোশারফ হোসেনকে (৪৮) গুলি করে হত্যা করেছে দূর্বত্তরা। এ সময় মুখোশ পরে এসে দূর্বত্তরা গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ইউপি চেয়ারম্যান কেএম মোশারফ হোসেন ইউনিয়নের বেলেডাঙ্গা গ্রামের মৃত. সইলুদ্দীনের ছেলে ও কালিগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সহ সাংগঠনিক সম্পাদক।