শ্যামনগর

শ্যামনগরে সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি’র নির্বাচনী আচারণ বিধি ঘোষণা

By daily satkhira

December 12, 2016

শ্যামনগর ব্যুরো: বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির শ্যামনগর শাখার কমিটির মেয়াদ শেষ হওয়ায় সমন্বয় সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা এবং নতুন কমিটির নির্বাচনী তফশীল ও আচারন বিধি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে। রবিবার সকাল ১১ টায় শ্যামনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির কার্যালয়ে সমন্বয় সভায় প্রাক্তন সভাপতি ও সহকারী নির্বাচনী কমিশনার আলহাজ্ব আব্দুস সবুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী নির্বাচনী কমিশনার সহকারী শিক্ষা কর্মকর্তা তপন কুমার দেবনাথ, সহকারী নির্বাচনী কমিশনার প্রাক্তন সভাপতি মোস্তফা নজরুল ইসলাম ও মোঃ মুজিবর রহমান। আরো বক্তব্য রাখেন প্রাক্তন সমিতির সভাপতি খ্যাগড়াদানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্যাহ আল মামুন, সাধারণ সম্পাদক হায়বাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মিজানুর রহমান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে মাসিক সমন্বয় সভার অন্যান্য এজেন্ডা বিষয়ে আলোচনার পর শিক্ষক সমিতির মেয়াদ শেষ হওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এবং ১৩/০১/২০১৭ তারিখ। নতুন কমিটির নির্বাচনী তপশিল ও আচারণ বিধি ঘোষণা করেন। তিনি বলেন ১৩ ডিসেম্বর মনোনয়ন পত্র বিতরণ, ১৭ ডিসেম্বর মনোনয়ন পত্র দাখিল, ১৮ ডিসেম্বর বাছাই, ১৯ ডিসেম্বর প্রত্যাহার ও প্রতীক বরাদ্ধ ১৩/০১/২০১৭ তারিখ হায়বাতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্বাচন। তিনি আচারন বিধি ঘোষনায় বলেন নির্বাচনকে কেন্দ্র করে মিছিল ও জনসভা, প্রচারে মাইক ও সাউন্ড বক্স ব্যবহার করা, দেওয়ালে পোষ্টার ও ব্যানার লাগানো, কটুক্তি ও আপত্তিকর কথা বলা, রাজনৈতিক ব্যক্তিত্ব ব্যানার ও ছবি ব্যবহার করা, ভয়ভীতি ও উষ্কানি মূলক কথা বলা কঠোর ভাবে নিষিদ্ধ। এ সময়ে এ ঘোষনা অনুষ্ঠানে শ্যামনগর উপজেলা ব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকগন উপস্থিত ছিলেন।