খেলা

অধিনায়ক হিসেবে ইতিহাস গড়লেন মিতালি

By daily satkhira

September 13, 2018

খেলার খবর: ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে নতুন ইতিহাস গড়েছেন মিতালি রাজ। সবচেয়ে বেশিসংখ্যক ওয়ানডে ম্যাচে দলকে নেতৃত্ব দেওয়ার রেকর্ড গড়েছেন তিনি। গত মঙ্গলবার শ্রীলংকার বিপক্ষে নতুন মাইলফলক স্পর্শ করেন মিতালি। ভারতীয় জাতীয় দলের অধিনায়কের দায়িত্ব নেয়ার পর থেকে এখনও পর্যন্ত ১১৯টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মিতালি। এই মাইলফলক সম্পর্শ করার মধ্য দিয়ে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক শার্লট এডওয়ার্ডসকে পেছনে ফেলেছেন মিতালি। ইংলিশদের হয়ে ১১৭টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন শার্টল। নারী ক্রিকেটার হিসেবে ১০১টি ওয়ানডে ম্যাচে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়েছিলেন বেলিন্ডা ক্লার্ক। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ১৮টি ওয়ানডে ম্যাচে নেতৃত্ব দিয়েছেন সালমা খাতুন। আর রুমানা আহমেদ নেতৃত্ব দিয়েছেন ১৫টি ম্যাচে। ভারতের হয়ে ১৯৫টি ওয়ানডে ম্যাচ খেলা মিতালির নেতেৃত্বে ৭২টি ওয়ানডে ম্যাচে জয় পেয়েছে ভারত। হেরেছে ৪৩টি ম্যাচে। শুধু তাই নয়! বিশ্বের অন্যতম সেরা এই অধিনায়কের নেতৃত্বে দু’বার বিশ্বকাপের ফাইনালেও খেলেছিল ভারতীয় নারী ক্রিকেট দল।