শ্যামনগর

সন্দরবনে কোষ্টগার্ড এর অভিযানে মাদক ব্যবসায়ীসহ ডাকাত আটক

By daily satkhira

September 13, 2018

 

নিজস্ব প্রতিবেদক : সুন্দরবনে সিমেন্টের ফ্লাইএ্যাশ বোঝাই কার্গো থেকে বিপুল পরিমান বিদেশী মদ, ফেনসিডিলসহ অন্যান্য মালামাল জব্দ করেছেন আংটিহারা কোষ্টগার্ড সদস্যরা। বৃহস্পতিবার সুন্দরবনে আংটিহারা নামক স্থানে এমভি মাষ্টার-২৬ নামিয় সিমেন্টের কাচামাল ফ্লাইএ্যাশ বহনকারী ওই কার্গোতে অভিযান চালানো হয়। কার্গোটি কলকাতা হতে ফ্লাইএ্যাশ বহন করে নারায়নগঞ্জ যাচ্ছিল। কোস্টগার্ডের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে। আংটিহারা কোষ্টগার্ড পেটি অফিসার নজরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোষ্টগার্ড সদস্যরা কার্গোতে অভিযান চালায়। এসময়ে ৭০ বোতল বিদেশী মদ, ৪০ বোতল ফেনসিডিল, সাড়ে ১০ কেজি ভারপি জিরা ও ২৪ পিচ ডাব সাবান জব্দ করা হয়। কার্র্গোতে অবস্থানকারী ৯ জন ক্রু‘র মধ্যে অভিযুক্ত ২ জন ক্রুকে আটক করা হয়। আটককৃত ২ ক্রু হলেন, নড়াইল জেলার লোহগড়া থানার নবীর হোসেন খানের ছেলে মোঃ রিয়াজ উদ্দীন খান (৩০) ও ঝালকাটি জেলার রাজপুর থানার নৈকাটি গ্রামের অজিত দেবনাথের ছেলে অশোক দেবনাথ (২৮)। আটককৃতদের মালামাল সহ কয়রা থানায় সোপর্দ করা হয়েছে। কয়রা থানার ওসি তারকনাথ সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের মধ্যে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কার্গো ও বাদবাকি ক্রুদের ছেড়ে দেওয়া হয়েছে তিনি জানান। অপর এক অভিযানে কোস্ট গার্ড পশ্চিম জোনের সদস্যরা বৃহস্পতিবার রাত ১ টার দিকে দাকোপ থানার সুতারখালী এলাকায় বনদস্যু শরীফ বাহিনীর বিরুদ্ধে অভিযান চালায়। এ সময় ঘটনাস্থল হতে খুলনা জেলার নলিয়ান থানার সুতারখালী গ্রামের হাবিবুর রহমান ঢালীর ছেলে মাহবুবুর রহমান ঢালীকে (৪২) আটক করেন। তার কাছ থেকে গুলি জব্দ করা হয়। উদ্ধারকৃত গুলি আটককৃত ডাকাত সদস্যকে দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন ও জননিরাপত্তার পাশাপাশি সুন্দরবনে জলদস্যুতা,বনদস্যুতা ও ডাকাতি দমনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।