নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাতক্ষীরা জেলার সাধারন সম্পাদক মমতাজুল ইসলাম চন্দনকে আটক করেছে কলারোয়া থানা পুলিশ। চন্দন পৌর শহরের তুলসিডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে ও সাবেক সংসদ সদস্য এবং কেন্দ্রিয় বিএনপির প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের ভাইপো। বৃহস্পাতিবার রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের পাইলট হাইস্কুল মোড় থেকে তাকে আটক করে পুলিশ। কলারোয়া থানা পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করেছে। কিন্তু কী কারণে তাকে আটক করা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।