প্রেস বিজ্ঞপ্তি :
সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নাটমন্দির প্রাঙ্গনে পবিত্র গীতা পাঠের মাধ্যমে সাধারণ সভার সূচনা করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ। সভায় শোক প্রস্তাব পেশ, সাধারণ সম্পাদক রঘুজিৎ কুমার গুহ এর বার্ষিক প্রতিবেদন পাঠ, কোষাধ্যক্ষ আনন্দ কুমার সরকারের আয় ব্যয়ের হিসাব পেশ ও অনুমোদন হয় এবং সহ-সভাপতি সনাতন দাশ অডিট রিপোর্ট পেশ করেন। এরপর সমিতির গঠনতন্ত্র সংশোধনী কমিটির আহবায়ক এড. সোমনাথ ব্যানার্জী, গঠনতন্ত্রের বিভিন্ন ধারা সংশোধনীর প্রস্তাব করেন এবং তা সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। উক্ত সাধারণসভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা বিশ্বজিৎ সাধু, অধ্যাপক সুকুমার দাশ, ধীরু ব্যানার্জী, পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুভাষ চন্দ্র ঘোষ, মন্দির সমিতির সাবেক সভাপতি মঙ্গল কুমার পাল, সহ-সভাপতি গোষ্ঠ বিহারী মন্ডল, সনাতন দাশ, জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, মন্দির সমিতির যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমিন, সহ-সম্পাদক বিকাশ চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক প্রাণনাথ দাশ, প্রচার সম্পাদক সঞ্জীব ব্যানার্জী, যুব কমিটির সভাপতি শংকর ঘোষ ও অরুন কুমার ঘোষ প্রমুখ। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন, মন্দিরের গেটের অর্থদাতা প্রকৌশলী দেবাশিষ ঘোষ পার্থ’র পিতা সত্যরঞ্জন ঘোষ, গুনিন্দ্র নাথ মন্ডল, দিলিপ চ্যাটার্জী, কার্ত্তিক চন্দ্র বিশ্বাস, জিতেন্দ্র নাথ ঘোষ, নারায়ন অধিকারী, রনজিৎ ঘোষ ও মিলন কুমার বিশ্বাস। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মন্দির সমিতির সাধারণ সম্পাদক রঘুজিৎ কুমার গুহ ও যুগ্ম সম্পাদক নিত্যানন্দ আমিন।