খেলার খবর: শনিবার ১৫ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ক্রিকেট লড়াই। আবুধাবি এবং দুবাই স্টেডিয়ামে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য ‘এশিয়ার বিশ্বকাপ’ খ্যাত এই টুর্নামেন্টের শিরোপা লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান এবং হংকং। টুর্নামেন্টে এবার বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন মাশরাফি বিন মুর্তজা। অধিনায়ক বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়ায় টুর্নামেন্ট ইতিহাসে সবচেয়ে বেশি ৫ বারের চ্যাম্পিয়ন ভারতকে এবারের আসরে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। এছাড়া পাকিস্তানের সরফরাজ আহমেদ, শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুজ, আফগানিস্তানের আসগর আফগান এবং হংকং এর অংশুমান রাথ।
একমাত্র হংকং ছাড়া এশিয়ার বাকি ৫টি দেশই আগামী বছর ইংল্যান্ড অ্যান্ড ওয়েলসে অনুষ্ঠিতব্য আইসিসি বিশ্বকাপে খেলবে। সে দিক বিবেচনায় মুলত এ টুর্নামেন্ট দিয়েই বিশ্বকাপের প্রস্তুতি শুরু করছে এশিয়ার দেশগুলো। বাংলাদেশ – শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এশিয়া কাপ।
বাংলাদেশ: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, তামিম ইকবাল, মোহাম্মদ মিথুন, লিটন দাস, মুশফিকুর রহিম, আরিফুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাজমুল ইসলাম অপু, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, নাজমুল হোসেন শান্ত, মমিনুল হক।
ভারত: রোহিত শর্মা(অধিনায়ক), শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, আম্বাতি রাইডু, মনীষ পাণ্ডে, কেদার যাদব, মহেন্দ্র সিং ধোনি, দিনেশ কার্তিক, কুলদীপ যাদব, হার্ডিক পাণ্ডিয়া, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জসপ্রিত বুমরাহ, শার্দুল ঠাকুর, খলিল আহমেদ।
শ্রীলঙ্কা: অ্যাঞ্জেলো ম্যাথুজ(অধিনায়ক), কুসল পেরেরা, কুসল মেন্ডিজ, উপুল থারাঙ্গা, নিরোশান ডিকবেলা, শেহান জয়াসুরিয়া, থিসারা পেরেরা, দাসুন শানাকা, ধনঞ্জয়া ডি সিলভা, আকিলা ধনঞ্জয়া, দিলরুয়ান পেরেরা, আমিলা আপোনসো, কাসুন রাজিথা, সুরঙ্গ লাকামাল, দুস্মন্ত চামিরা, লাসিথ মালিঙ্গা।
পাকিস্তান: সরফরাজ আহমেদ(অধিনায়ক), ফখর জামান, ইমাম উল হক, শান মাসুদ, বাবর আজম, শোয়েব মালিক, আসিফ আলী, হারিস সোহেল, শাদাব খান, মুহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, হাসান আলী, মোহাম্মদ আমির, জুনাইদ খান, উসমান সিনওয়ারি, শাহিন আফ্রিদি।
আফগানিস্তান: আসগর আফগান(অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, ইহসানুল্লাহ জানাত, জাবেদ আহমাদি, রহমত শাহ, হাশমত শহিদি, মোহাম্মদ নবী, রাশিদ খান, নজিবুল্লাহ জাদরান, মুজিব উর রহমান, আফতাব আলম, সামিউল্লাহ সিনওয়ারি, মুনির আহমেদ কাকার, সৈয়দ আহমদ শেরজাদ, শরাফুদিন আশরাফ, ওয়াফাদার।
হংকং: অংশুমান রাথ(অধিনায়ক), আইজাজ খান, বাবর হায়াত, ক্যামেরন ম্যাকআলসান, ক্রিস্টোফার কার্টার, এহসান খান, এহসান নওয়াজ, আরশাদ মোহাম্মদ, কিঞ্চিত শাহ, নাদিম আহমেদ, র্যাগ কাপুর, স্কট ম্যাককেচিন, তারভির আহমেদ, তানবির আফজাল ওয়াকাস খান, আফতাব হুসেইন।