আন্তর্জাতিক

যে দে‌শে ৭০ হাজার শতবর্ষী মানুষ আ‌ছে

By daily satkhira

September 15, 2018

অনলাইন ডেস্ক: সেঞ্চুরি শব্দটা বললেই একটা দারুণ কিছু বলে মনে হয়। কখনো ক্রীড়াক্ষেত্রে, কখনও সম্মানের ক্ষেত্রে সেঞ্চুরির মানই আলাদা। আর যখন কোনও মানুষ শতবর্ষে পৌঁছান তাকে ঘিরে উন্মাদনা তুঙ্গে পৌঁছায়। তবে আমার বা আপনার পরিচিত সার্কেলে কটাই বা মানুষ আছে যারা সেঞ্চুরি পেরিয়েছেন। জাপানে কতজন শতবর্ষ পার করা মানুষ আছেন জানেন? এই মাসে সেই সংখ্যা পৌঁছাল ৬৯,৭৮৫ তে। যা একটি রেকর্ড। এই সেঞ্চুরি করা মানুষদের মধ্যে ৮৮.১ শতাংশ নারী। চিকিৎসা ক্ষেত্রে অভাবনীয় উন্নতির জন্য এই ঘটনা সম্ভব হয়েছে। গত দু’দশকের চেয়ে ২০১৪ জন বেড়েছে এক বছরে। যা সাতগুণ বেড়ে গেছে এক ধাক্কায়। এই জনসংখ্যায় ৬১, ৪৫৪ জন নারী কিন্তু পুরুষ মাত্র ৮,৩৩১। এরমধ্যে রয়েছেন জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইয়াসুহিরো নাকাসোনে। তিনি মে মাসে ১০০ বছর হয়েছেন। ১৯৭১ থেকে ধারাবাহিক ভাবে এই ট্রেন্ড চলছেই। জাপান সরকার আশা করছে এই ধারা জারি থাকবে। আগামী পাঁচ বছরে এই সংখ্যা বেড়ে এক লাখ হবে এবং ১২ বছরে সেটা হবে এক লাখ ৭০ হাজার। ন্যাশানাল ইনস্টিটিউট অফ পপুলেশন অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি রিসার্চ এই তথ্য জানিয়েছে।