খেলা

রেকর্ডের অপেক্ষায় মাশরাফি

By daily satkhira

September 15, 2018

খেলার খবর: আর মাত্র কয়েক ঘণ্টা পরেই বাংলাদেশ ও শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে পর্দা উঠছে এশিয়া কাপ টুর্নামেন্টের ১৪তম আসরের। শনিবার (১৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের প্রথম ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে পাঁচটায়। এশিয়া কাপে রেকর্ডের হাতছানি দিচ্ছে দেশসেরা পেসার ও অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে। তিন উইকেট পেলে ছাড়িয়ে যাবেন পাকিস্তানি বোলার শোয়েব আখতারকে, আর পাঁচ উইকেট হলে নাম লেখাবেন আড়াইশ’ উইকেট শিকারীর ক্লাবে। ১৯০ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এখন পর্যন্ত ২৪৫ উইকেট শিকার করেছেন ম্যাশ। ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তার অবস্থান ২৭। ২৪৭ উইকেট নিয়ে মাশরাফির উপরে শোয়েব আখতার। ৩ উইকেট হলে মাশরাফি উঠে যাবে ২৬’এ, ৫টি হলে পূরণ করবেন ২৫০ উইকেটের মাইলফলক। ২৪৫ উইকেট নেয়ার পথে মাশরাফি ম্যাচে ৫ উইকেট নিয়েছেন একবার। ২০০৬ সালে কেনিয়ার বিপক্ষে সে ম্যাচে করা মাশরাফির ২৬ রানে ৬ উইকেটের বোলিং ফিগার এখনো পর্যন্ত দেশের ইতিহাসের সেরা। এছাড়া ম্যাচে ৭ বার ৪ উইকেট করে নেয়ার রেকর্ড রয়েছে ডানহাতি এই পেসারের। এশিয়া কাপের গ্রুপ পর্বেই অন্তত ২টি ম্যাচ খেলবে বাংলাদেশ। পরে সুপার ফোরের টিকিট পেলে অন্তত আরও ৩টি ম্যাচে পাবে টাইগাররা। সবমিলিয়ে এই টুর্নামেন্টে ৫টি উইকেট পেলেই ওয়ানডে ইতিহাসের ২৫তম বোলার হিসেবে ২৫০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলবেন মাশরাফি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সবশেষ সিরিজের ৩ ম্যাচে ৭ উইকেট নেয়া মাশরাফির জন্য কাজটা খুব একটা কঠিন হওয়ার কথা নয়। কিন্তু বরাবরই রেকর্ডের ব্যাপারে অনুৎসাহী মাশরাফি। দুবাই আসার আগে এক সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছিলেন, আমার নিজের কোন লক্ষ্য থাকে না। ওয়েস্ট ইন্ডিজেও লক্ষ্য নিয়ে যাইনি, এখানেও যাবো না। কখনও এমন লক্ষ্য নিয়ে যাই না। আমি চেষ্টা করব অবদান রাখার, যতটুক পারি। তিনি আরও জানিয়েছিলেন, এটা খারাপও হতে পারে ভালোও হতে পারে। এটা নিয়ে আসলে এত মাথা ব্যথা নেই। আর টুর্নামেন্টের শুরুতে তো থাকেই না।