জাতীয়

ফের রোহিঙ্গাদের অনুপ্রবেশের চেষ্টা, ফেরত পাঠাল বিজিবি

By daily satkhira

September 15, 2018

দেশের খবর: বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাবাহী নাফ নদী থেকে একটি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে। শনিবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ঘোলার চর সীমান্ত পয়েন্ট দিয়ে নৌকাটি অনুপ্রবেশের চেষ্টা করে তারা। রোহিঙ্গাবাহী ওই নৌকায় ৭জন রোহিঙ্গা পুরুষ ছিলেন। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ-২ বিজিবির উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানিয়েছেন, ৭জন আরোহী নিয়ে বাংলাদেশে ভিড়তে চেষ্টা করা নৌকাটিকে ফেরত পাঠানো হয়েছে। নতুন করে অনুপ্রবেশের ঘটনা যাতে না ঘটে, সেজন্য সীমান্তে বিজিবির টহল ও নজরদারি আরও বাড়ানো হয়েছে।