দেশের খবর: জনগণের ওপর আস্থা নেই বলেই বিএনপি দেশকে ছোট করে জাতিসংঘে গিয়ে কান্নকাটি করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শনিবার আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপকমিটির ওয়েবসাইট উদ্বোধন করতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের বলেন, বিএনপি রাজনীতি করে পরবর্তী নির্বাচনের জন্য আর আওয়ামী লীগ রাজনীতি করে পরবর্তী প্রজন্মের জন্য। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে কাদের বলেন, দলের প্রতিটি সহযোগী সংগঠনকে যুগের সঙ্গে তাল মিলিয়ে তৈরি করতে হবে। গুজবকে সন্ত্রাসের থেকেও ভয়ঙ্কর উল্লেখ করে তা মোকাবিলায় নিজেদের প্রস্তুত করার জন্য আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান কাদের। ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগের ইতিহাস কখনো ষড়যন্ত্রের নয়। কাউকে হত্যা করতে যায়নি, জাতির পিতা হত্যাকাণ্ডের শিকার—গোটা পরিবার নিয়ে। শেখ হাসিনার স্বপ্ন নেক্সট জেনারেশন, এদের স্বপ্ন নেক্সট ইলেকশন। ক্ষমতা ছাড়া এরা আর কিছুই বোঝে না। বিএনপি নামক দলটি, তার দোসররা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করে।’ জাতিসংঘ সদর দপ্তরে গিয়ে বিএনপি নেতাদের বৈঠকের সমালোচনা করে কাদের বলেন, বাংলাদেশ কি সোমালিয়া, কঙ্গো বা সুদানের মতো যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রে পরিণত হয়েছে নাকি যে জাতিসংঘে গিয়ে দেন দরবার করতে হবে? আওয়ামী লীগ নেতা বলেন, ‘কোনো বিদেশি শক্তি আমাদের ক্ষমতায় বসাতে পারবে না। জনগণের প্রতি আস্থা থাকলে বিদেশে গিয়ে নালিশ করে দেশকে আপনারা ছোট করার মতো ছোট মানসিকতার পরিচয় দিতে পারতেন না। এত সংকীর্ণচিত্ত একটা রাজনৈতিক দল কী করে হয়?’ নির্বাচনের সময় আর বেশি নেই জানিয়ে দলের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।