ভিন্ন স্বা‌দের খবর

শরীরের বাইরে হৃদপিণ্ড নিয়ে জন্মাল শিশু

By daily satkhira

September 15, 2018

অনলাইন ডেস্ক: ভ্যানেলোপি উইলকিন্সের যখন জন্ম হয়েছিল, তার হৃদপিণ্ড ছিল শরীরের বাইরে। শিশুটি মায়ের পেটে থাকতেই এই অবস্থাটি দেখতে পেয়েছিল চিকিৎসকরা। আল্ট্রা- সাউন্ড স্ক্যানেও তার শরীরের বাইরে লাফাতে থাকা হৃদপিণ্ডটি দেখা যাচ্ছিল। তখন শিশুটির বাবা- মাকে বলে দেয়া হয়েছিল যে, তার বেঁচে থাকার সম্ভাবনা মাত্র ১০ শতাংশ। জন্মের পরেই তাকে যুক্তরাজ্যের গ্লেনফিল্ড হাসপাতালে অস্ত্রোপাচারের জন্য পাঠানো হয়। তার হৃদপিণ্ডটিকে শরীরের ভেতরে পাঠাতে এবং ক্ষতটি বন্ধ করতে তিনটি অস্ত্রোপাচার করতে হয়েছে। বুকের এবং হৃদপিণ্ড রক্ষায় ভ্যানেলোপিকে একটি বেগুনি বন্ধনী পরিয়ে রাখা হচ্ছে। আগামী কয়েক বছরের মধ্যে শিশুটির স্তন হাড় তৈরির জন্য শিশুটিকে আরেকটি অস্ত্রোপাচার করতে হবে বলে জানিয়েছে চিকিৎসকরা। এখন শিশুটিকে বাড়ি থাকার অনুমতি দিয়েছে চিকিৎসকরা।