বিদেশের খবর: কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ৫ বিচ্ছিন্নতাবাদি নিহত হয়েছে। একটি বাড়ি ঘেরাওয়ের পর এনকাউন্টারে তারা নিহত হয় বলে জানিয়েছে পুলিশ। হিন্দুস্তান টাইমস। শনিবার ভোরে কাশ্মীরের কুলগাম জেলার চৌগামের এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বিচ্ছিন্নতাবাদীরা একটি বাড়িতে লুকিয়ে ছিল। বাড়িটি ঘেরাও করে আইইডি বিস্ফোরক দিয়ে বাড়িটি উড়িয়ে দেয় নিরাপত্তা বাহিনী। কাশ্মীরের আইজিপি এসপি পানি বলেন, ‘এ পর্যন্ত মোট ৫ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। এখন তল্লাশি অভিযান চলছে।’ তিনি বলেন, নিহতদের সবাই স্থানীয় জঙ্গী। এ ঘটনার জেরে আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কায় বারামুল্লা থেকে কাজিগান্ড রুটের ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। গত দিন তিনে জম্মু ও কাশ্মীরে মোট ৮জন বিচ্ছিন্নতাবাদী নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন।