সাতক্ষীরা

দেশটাকে পরিস্কার করি দিবস ২০১৮ অনুষ্ঠিত

By daily satkhira

September 15, 2018

 

“চারিপাশে ময়লা নাই, এমন একটি দেশ চাই” এইপ্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশব্যাপী ‘পরিবর্তন চাই’ সাতক্ষীরার আয়োজনে দেশটাকে পরিস্কার করি দিবস ২০১৮ অনুষ্ঠিত হয়। গতকাল সকাল ১১টায় সাতক্ষীরা নবারুন বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে “পরিবর্তন চাই” সাতক্ষীরা জেলা কমান্ডার মোছা. খাদিজা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিবসের উদ্বোধন করেন সাতক্ষীরা পৌরসভার মেয়র তাজকিন আহমেদ চিশ্তি। বিশেষ অতিথি হিসাবে জেলা রোভার স্কাউট এর কমিশনার এ.এস.এম আব্দুর রশিদ, সম্পাদক এসএম আসাদুজ্জামান, নবারুন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী। এছাড়া উপস্থিত ছিলেন পরিবর্তন চাই সাতক্ষীরা জেলা সমন্বয়ক এস.এম হাবিবুল হাসান ও মোছা. হাফিজা আফরোজ।ৃ উদ্বোধন শেষে অতিথিদের সাথে নিয়ে শহরের প্রধান প্রধান সড়কে র‌্যালী ও পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ গ্রহন করেন- সাতক্ষীরা সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ, সাতক্ষীরা মহিলা কলেজ রোভার স্কাউট গ্রুপ, সাতক্ষীরা পিএন স্কুল এন্ড কলেজ রোভার স্কাউট গ্রুপ, নবারুন বালিকা উচ্চ বিদ্যালয় স্কাউটস সহ বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। পরে অংশ গ্রহনকারী রোভার স্কাউট, স্কাউট ও শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি