A handout picture released by the official Syrian Arab News Agency (SANA) on September 15, 2018, reportedly shows Syrian air defence batteries responding to what the Syrian state media said were Israeli missiles targeting Damascus international airport. - An Israeli missile attack targeted the Syrian capital's airport today, activating air defences which shot down a number of the projectiles, state news agency SANA reported. (Photo by - / SANA / AFP) / == RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO / HO / SANA" - NO MARKETING NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS ==

আন্তর্জাতিক

ইসরাইলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিল সিরিয়া

By daily satkhira

September 16, 2018

বিদেশের খবর: দামেস্কো বিমানবন্দরের কাছে ইসরাইলি আগ্রাসনের জবাব দিয়েছে সিরীয় বাহিনী। ইহুদি রাষ্ট্রটির নিক্ষেপ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে সিরিয়ার বিমানবাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানা গেছে। ইসরাইলের সামরিক মুখপাত্র জানিয়েছে, বিদেশি সংবাদমাধ্যমের কোনো খবরের জবাব দেবে না তারা। সিরিয়ায় গত সাত বছরের যুদ্ধে ইরানের প্রভাব বিস্তারে অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিপদ সংকেত দেখতে পাচ্ছে। সিরীয় যুদ্ধে প্রেসিডেন্ট আসাদের পক্ষে অবস্থান নিয়ে সামরিক সহায়তা দিচ্ছে ইরান। সিরিয়ায় ইরানি স্থাপনাগুলোকে বেশ কয়েকবার হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। এ যুদ্ধে হিজবুল্লাহ আন্দোলনকেও অস্ত্র সহায়তা দিচ্ছে তেহরান। সিরিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা সানা জানিয়েছে, দামেস্কোর আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আগ্রাসন রুখে দিয়েছে আমাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা। রাজধানী দামেস্কোতে একটি বাণিজ্যমেলায় প্রত্যক্ষদর্শীরা বলেন, রাতের আকাশে তারা বিস্ফোরক নিক্ষেপ করতে দেখেছেন।