কে.এম রেজাউল করিম,দেবহাটা ব্যুরো : দেবহাটায় বন্ধু চুলা ব্যবহারের উপকারভোগীদের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠান রবিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ-আল আসাদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাউজহোল্ড এনার্জি প্লাটফর্ম ইন বাংলাদেশ (এইচইপি) সেরেডা ঢাকার পাওয়ার ডিভিশনের প্রকল্প পরিচালক সেলিনা জাহান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ভূমিষ্ট এনজিওর ইডি পারভিন আকতার। ভূমিষ্টর চীফ হোল্ড ডাইরেক্টর মোহাম্মদ শাহেদের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে ইটকলের রিজিওনাল ম্যানেজার রানা মিয়া, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, কুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান আলহাজ¦ আসাদুল ইসলাম, পারুলিয়া ইউপির প্যানেল চেয়ারম্যান সালাউদ্দীন শরাফী, নওয়াপাড়া ইউপির প্যানেল চেয়ারম্যান আবুল কাশেম, দেবহাটা প্রেসক্লাবের সদস্য সচিব আর.কে.বাপ্পা, সাংবাদিক আকতার হোসেন ডাবলু, সাংবাদিক কে.এম রেজাউল করিম, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনের সাতক্ষীরা জেলা ম্যানেজার দেবাশীষ বিশ^াস, সহকারী ম্যানেজার (কলারোয়া) ফরহাদ শেখ, সহকারী জেলা ম্যানেজার (দেবহাটা) বিশ^জিৎ বিশ^াস প্রমুখ উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন। শেষে উপকারভোগীদেরকে সনদপত্র প্রদান করা হয়। পরে বিকাল ৩ টায় একই স্থানে উপজেলার সকল গ্রাম পুলিশদেরকে নিয়ে উন্নত চুলা ব্যবহারের উপর সচেতনতা বাড়াতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।