আন্তর্জাতিক

গরু কোন ধর্মীয় প্রাণী নয়: বাবা রামদেব

By Daily Satkhira

September 17, 2018

বিদেশের খবর: গরু কোন ধর্মীয় প্রাণী নয়, গরুর কোন ধর্ম নেই। এমনটি বলেছেন ভারতের বিখ্যাত যোগগুরু বাবা রামদেব। ভারতে গরুকে ধর্মীয় প্রাণী হিসেবে মূল্যায়ন করে হিন্দুরা। সম্প্রতি এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

এনডিটিভির একান্ত সাক্ষাৎকারে তিনি আরও বলেন, আমি একজন বিজ্ঞানসম্মত সন্ন্যাসী। আমার সংস্থা পতঞ্জলিতে ৩০০ এর বেশি বিজ্ঞানী কাজ করে। আর আমাদের পণ্যগুলো ১০০ শতাংশ খাঁটি। রামদেবের পতঞ্জলি সংস্থায় বিভিন্ন ধরনের আয়ুর্বেদিক পণ্য তৈরি হয়।

‘আমি টাকার পিছনে ছুটি না কিন্তু টাকাই আমার পিছনে ছুটে। আমার কোন দল নেই, আবার আমি সব দলের,’ বলেন রামদেব।

এছাড়া তিনি যোগশাস্ত্র সম্পর্কে বলেন, যোগব্যায়াম শারীরিক গঠনে সাহায্য করে। যে ব্যক্তি নিয়মিত যোগব্যায়াম করে সে ফিট থাকে।