খেলার খবর: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবার নতুন চমক। জম্মু কাশ্মীর থেকে নাকি নতুন ফ্র্যাঞ্চাইজি আসছে! জঙ্গি-পুলিশ যুদ্ধ ক্ষতবিক্ষত ভূস্বর্গ ক্রিকেটের হাত ধরেই মূলস্রোতে ফেরার চেষ্টা করছে বলে ভারতীয় গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। শ্রীনগরে ‘স্বচ্ছ হি সেবা’ প্রকল্পে এসে জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক বলেছেন, ‘আইপিএল চেয়ারম্যান রাজীব শুক্লার সঙ্গে যোগাযোগ করছি যাতে জম্মু-কাশ্মীরের কোনো দলকে আইপিএলে নেওয়া হয়। খুব শীঘ্রই কাশ্মীরে আইপিএল খেলা হবে।’ সন্ত্রাসের জনপদ হিসেবে পরিচিত ভারতের এই রাজ্য অবশ্য রনজি ট্রফিতে নিয়মিত অংশগ্রহণ করে। কয়েক বছর আগে তারকাখচিত মুম্বাই দলকে হারিয়ে সকলকে চমকেও দিয়েছিল। কাশ্মীরের বেশ কিছু তারকা বিশ্ব ক্রিকেটের পরিচিত মুখ। রাজ্যের তিন ক্রিকেটার আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেললেও কাশ্মীর থেকে কোনো ফ্র্যাঞ্চাইজি ছিল না আইপিএলে। পারভেজ রসুল জাতীয় দলের হয়ে খেলে ফেলেছেন ইতিমধ্যেই। মঞ্জুর পাণ্ডবকে কিংস ইলেভেন পাঞ্জাব ২০ লক্ষ রুপিতে কিনে নিয়েছে। বিগ হিটার হিসেবে এমনিতেই সুনাম রয়েছে মঞ্জুরের। মিঠুন মানহাস ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ। একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে আইপিএলে অংশ নিয়েছেন তিনি। এখানেই অবশ্য ক্রিকেটের সঙ্গে কাশ্মীরের সম্পর্ক শেষ হয়ে যায়নি। গত আগস্টেই ১৭ বছরের কামরান ইকবাল ভারতীয় অনুর্ধ্ব-১৯ দলে জায়গা পেয়েছেন। চলতি সেপ্টেম্বরের ৯ তারিখেই শুরু হওয়া আফগানিস্তান, নেপাল এবং ভারতের অন্য এক দলের মধ্যে হওয়া এক প্রতিযোগিতায় খেলছেন কামরান। এবার আইপিএলে কাশ্মীর ফ্র্যাঞ্চাইজি আসলে তা সত্যিই বড় চমক হবে।