অনলাইন ডেস্ক: অতিরিক্ত মদপান করায় অস্ট্রেলিয়ার সিডনির একটি কনসার্টে শতাধিক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন। এঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে দুজনের। পুলিশ জানায়, ডেফকন ওয়ান নামে ওই কনসার্টে নিহত দুজনের বয়স ২১ ও ২৩। শতাধিক ব্যক্তিকে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের মধ্যে ১৩ জনের অবস্থা গুরুতর। আর জরুরি সহায়তা চেয়েছেন ৭০০ জনেরও বেশি মানুষ। নিউ সাউথ ওয়েলস রাজ্যের মুখ্যমন্ত্রী গ্লাডিস বেরেজিকলিন বলেন, ‘অনেক পরিবার সকালে ঘুম থেকে উঠেই একটি ট্রাজেডির মুখোমুখি হবে। এটা সহ্য করার মতো নয়। ঘটনার আকস্মিকতায় আমি আতঙ্কিত।’ পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে ২ টিনএজারসহ ১০ জনকে চিহ্নিত করেছে। ওই দুই টিনএজার মাদক নিয়ে এসে অন্যদেরকে সরবরাহ করেছেন বলে জানা গেছে। ২০০৯ সাল থেকে সিডনিতে কনসার্টটি হয়ে আসছে। এর আগে ২০১৩ ও ২০১৫ সালেও এখানে অতিরিক্ত মাদক গ্রহণ করে ২ জন মারা যায়।