আন্তর্জাতিক

আমার প্রস্তাব না মানলে ব্রেক্সিট চুক্তি হবে না: মে

By daily satkhira

September 17, 2018

বিদেশের খবর: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী থেরেসা মে বলেছেন, তার প্রস্তাবিত ব্রেক্সিট চুক্তি না মানলে ব্রেক্সিট নিয়ে চুক্তিই হবে না। দলের ভিন্ন মতাবলম্বিদের উদ্যেশ্য করে এ হুশিয়ার দেন তিনি। বিবিসিকে মে বলেন, ‘আমার চুক্তির একমাত্র বিকল্প হলো চুক্তি না হওয়া।’ সমালোচকরা বলছেন, ব্রিটিশ সংসদে থেরেসা মের দেয়া প্রস্তাব ব্রিটেনকে ইউরোপ থেকে খুব একটা আলাদা করবে না। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট নিয়ে ব্রিটেনের মূল ইস্যু উত্তর আয়ারল্যান্ড ও আইরিশ রিপাবলিক নিয়ে। একাধিক পক্ষ চাইছে ব্রেক্সিটের পর এ দুটি প্রদেশের সঙ্গে ইউরোপের সীমান্তে কঠোর বিধিনিষেধ আরোপ না হোক। এক্ষেত্রে প্রযুক্তির মাধ্যমে কত কম সময়ে যাত্রী ও পণ্য সীমান্ত পার করা যায় তা নিয়ে কাজ করছে ইউরোপীয় ইউনিয়ন। আগামী বছরের ২৯ মার্চ ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার কথা যুক্তরাজ্যের। কিন্তু এখন পর্যন্ত ইউরোপ থেকে বেরিয়ে আসার ব্যাপারে চূড়ান্ত মতৈক্যে আসতে পারেনি দেশটির সংসদ।