খেলার খবর: ডান হাতের আঙুলে চোট নিয়েই এশিয়া কাপ খেলতে গিয়েছিলেন বাংলাদেশের তারকা ওপেনার তামিম ইকবাল। উদ্বোধনী ম্যাচে খেলা নিয়েই ছিল শঙ্কা। তবে শেষ পর্যন্ত খেললেন এবং প্রথম ম্যাচেই শেষ হয়ে গেল তার এশিয়া কাপ। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিংয়ের সময় আবারও চোট পাওয়ায় এশিয়া কাপ থেকেই ছিটকে গেলেন তিনি। ফলে মঙ্গলবার দেশে ফিরছেন দেশসেরা এ ওপেনার। এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। শনিবারের এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে মুশফিকুর রহিমের ১৪৪ রানের লড়াকু ইনিংসে লঙ্কানদের সহজেই হারিয়েছে বাংলাদেশ। সেই ম্যাচে মাত্র ২ রান করেও নায়ক বনে গেছেন তামিম ইকবার। দলের প্রয়োজনে হাসপাতাল থেকে ফিরে ফের এক হাতে ব্যাটিংয়ে নেমে যে বীরত্বগাথা রচনা করেছেন তামিম, তা প্রবলভাবে নাড়িয়ে দিয়েছে সবাইকে। তামিমের প্রশংসায় ভেসেছে বিশ্বমিডিয়াও। শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে লাকমলের বলে বাঁহাতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন তামিম ইকবাল। হাসপাতালে স্ক্যান করানো হলে জানা যায় হাতের কব্জিতে চিড় ধরা পড়েছে। সেই হাতে আবার আঘাত লাগলে তামিমের ক্যারিয়ার হুমকির মুখে পড়ে যেতে পারে বলে চিকিৎসকরা জানানো সত্বেও দেশের প্রয়োজনে মাঠে নেমে গত ম্যাচে মুশফিককে সঙ্গ দেন তিনি। তবে পরবর্তী ম্যাচে খেলার অবস্থাতে না থাকায় তাকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। মঙ্গলবারই দেশে ফিরবেন তামিম ইকবাল।