সাতক্ষীরা

ডা: রুহুল হকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ কেন্দ্রীয় আহছানিয়া মিশনের

By daily satkhira

September 17, 2018

সাতক্ষীরার গর্ব, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী ডা: আ.ফ.ম রুহুল হক এমপি’র বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মনগড়া অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশন। ১৬ সেপ্টেম্বর ২০১৮ তারিখে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক আব্দুল মুজিদ স্বাক্ষরিত এক পত্রে এ বিবৃতি প্রদান করা হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক ও পিতা মরহুম আলহাজ্জ নজির আহমদ সাহেবের নামে গত ১৪/৯/১৮ তারিখে আফছার উদ্দীন বাবলু, সাতক্ষীরা জেলা যুবলীগের সদস্য মোঃ সাগর, মোঃ আলাল হোসেন ও মোঃ মঈন প্রমুখ যে মিথ্যা বানোয়াট মনগড়া অপপ্রচার মূলক বক্তব্য দিয়েছেন সেটির জন্য আমরা নিন্দা জানাচ্ছি। এবং তাকে কার্যকরী পরিষদের পক্ষ থেকে ধিক্কার জানাচ্ছি। আলহাজ্জ নজির উদ্দীন আহমদ সাহেব ভারত পাকিস্তান দেশ বিভাগের পূর্বে তিনি একজন নামকরা ব্যবসায়ী ও সমাজ সেবক ছিলেন। হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) যখন চাকুরী শেষে নলতা শরীফে এসে নলতা কেন্দ্রিয় আহছানিয়া মিশন প্রতিষ্ঠা করেন সে সময় তিনি মিশনের ৩জন প্রতিষ্ঠাতা সদস্যের মধ্যে একজন সদস্য ছিলেন। আহছানিয়া মিশন প্রতিষ্ঠায় তার উল্লেখযোগ্য অবদান ছিল। ১৯৩৫ সাল থেকে ১৯৯২ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের কার্যকরী পরিষদের সম্পাদক ও সহ-সভাপতি হিসাবে মিশনের গুরুদায়িত্ব পালন করেন। তিনি পীর কেবলা হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.) এর একজন ¯েœহ ভাজন ছিলেন। হজরত পীর কেবলা (র.) এঁর বয়সের ছোট হলেও বিভিন্ন সময় তিনি তার পরামর্শ গ্রহন করতেন। এবং তাকে আপনি বলে সম্মোধন করতেন। তিনি ১৯৭৬ সালে নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। একই সালে তিনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ছিলেন একজন সমাজ সেবক ব্যবসায়ী ও মানব দরদী। হজরত পীর কেবলা (র.) এঁর নির্দেশে তিনি তার একমাত্র পুত্রকে উচ্চ শিক্ষিত করেন। এম.বি.বি.এস পাশ করান। উচ্চতর ডিগ্রির উদ্দেশ্যে তাকে লন্ডন পাঠান। দেশে ফিরে এসে তিনিও পিতার পথ অনুসরণ করে জনসেবায় জড়িয়ে পড়েন। জনগনের ভালোবাসায় তিনি দু-দুবার জাতীয় সংসদের এমপি মনোনিত হন। তিনি আমাদের সাতক্ষীরার গৌরব এই জননেতা দেশের জন্য সাতক্ষীরা জেলার জন্য কি কি করেছেন আপনাদের সকলেরই জানা আছে। তার পিতা মরহুম আলহাজ্জ নজির আহমদ সাহেব কখনই দেশ বিরোধী কার্যকলাপ করেন নাই এবং কখনই রাজাকার ছিলেন না। তার পিতার বিরুদ্ধে দেয়া মিথ্যা, বানোয়াট, অসত্য অপ-প্রচার নিন্দনীয় বলে আমরা মনে করি।’ প্রেস বিজ্ঞপ্তি