বিনোদন

একসঙ্গে আসছেন শাহরিয়াজ-জলি

By daily satkhira

December 13, 2016

বিনোদন ডেস্ক: ঢালিউডে তাঁরা নতুন নন, বেশ কিছু ছবিতে কাজ করে এরই মধ্যে নিজেদের পরিচিতি তৈরি করে নিয়েছেন। তবে একসঙ্গে কাজ করা হয়নি। তবে এবারে সেই অপেক্ষা ফুরোচ্ছে। চলতি মাসেই বড়পর্দায় জুটি বেঁধে আসছেন শাহরিয়াজ ও জলি। জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করেছেন তাঁরা।ছবিটি পরিচালনা করছেন নাদের চৌধুরী। ইমদাদুল হকের উপন্যাস অবলম্বনে ছবির চিত্রনাট্য করেছেন আব্দুল্লাহ জহির বাবু। চলতি মাসের ২৩ তারিখ মুক্তি পাবে বলে জানিয়েছেন পরিচালক। নায়ক শাহরিয়াজ বলেন, ‘আমরা এই মধ্যে ছবির ডাবিং শেষ করেছি। কয়েকদিনের মধ্যে সেন্সরে জমা দেওয়া হবে। এই মাসেই ছবিটি মুক্তি দেওয়ার লক্ষ নিয়ে কাজ এগিয়ে যাচ্ছে। চলতি মাসের ২৩ তারিখ ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।’শাহরিয়াজ আরো বলেন, ‘আমরা ১২ আক্টোবর থেকে টানা শুটিং করেছি। চলতি মাসের ৬ তারিখ পযন্ত শুটিংয়ে ছিলাম। টানা কাজ করায় মনে হয়েছে আমি চরিত্রটা ভালো ভাবে ফুটিয়ে তুলতে পেরেছি। শুরু থেকে শেষ পর্যন্ত আমার মাথায় গল্পের চরিত্রটাই ছিল। এখন থেকে চেষ্টা করব টানা শিডিউল দিয়ে ছবির কাজ শেষ করতে।’এই কম সময় কীভাবে সেন্সরে জমা দেওয়া হবে জানতে ছবির সম্পাদক তৌহিদ হোসেন চৌধুরী বলেন ‘ছবির শুটিং শুরু হয়েছিল অক্টোবরে। একদিকে শুটিং হয়েছে, আরেকদিকে আমরা এডিটিং করে ফেলেছি। ডাবিং করেছি ফাইনার এডিটিংয়ের পর। এখন মিউজিকগুলো সিংক করা হচ্ছে, সাথে কালারের কিছু কাজ। আমরা আগামী শুক্রবারের মধ্যে সব ধরনের সম্পাদনা শেষ করে ফেলব। শনিবার ছবিটি সেন্সরে বোর্ডে জন্য জমা দেওয়া হবে। সেক্ষেত্রে চলতি মাসে ছবিটি মুক্তি দিতে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না।’