বিনোদন

ফুটবলে ফোক সম্রাজ্ঞী মমতাজ

By Daily Satkhira

September 18, 2018

বিনোদন সংবাদ: দুয়ারে কড়া নাড়ছে বঙ্গবন্ধু গোল্ডকাপ। জাতির জনকের নামকরণে আন্তর্জাতিক এই ফুটবলের পর্দা উঠবে ১ অক্টোবর। আয়োজনের সব কিছুই সম্পন্ন। বঙ্গবন্ধু গোল্ডকাপের থিম সংও ঠিক হয়ে গেছে। রাকিব হাসান রাহুলের কথায় ও অদিত্যির সুরে এই গান গেয়েছেন দেশের জনপ্রিয় শিল্পী মমতাজ বেগম। রবিবার বাফুফে ভবনে আনুষ্ঠানিকভাবে থিম সং প্রকাশ করা হয়। এ সময় সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, বাফুফে সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী এমপি, টুর্নামেন্টের স্বত্বাধিকারী প্রতিষ্ঠান স্পোর্টসের প্রধান নির্বাহী কর্মকর্তা ফাহাদ করিমসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা ছাড়াও বঙ্গবন্ধু গোল্ডকাপ এবার সিলেট ও কক্সবাজারে অনুষ্ঠিত হবে। মমতাজের গাওয়া এই থিম সং ম্যাচের আগে ও বিরতির সময় বাজানো হবে। ফুটবলে দর্শক আসতে শুরু করেছে। সিলেট ও কক্সবাজারে উপচেপড়া দর্শকের সমাগম হবে আশা করা যাচ্ছে।

‘আরে— দিন এসেছে আজ এগিয়ে যাওয়ার। মাঠ জুড়ে মানুষের জোয়ার। ফ্রি কিকে-হেডে-পাসে জোরালো শটে গোল হবে খেলা জমবে আবার।’ মমতাজের এই গান ফুটবল প্রেমীদের কাছে জনপ্রিয়তা পাবে আশা করা যায়।