বিদেশের খবর: গত কয়েকদিন ধরে নাইজেরিয়ার বিভিন্ন অংশে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ১০০ জন নিহত এবং হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। সোমবার দেশটির জাতীয় জরুরী ব্যবস্থাপনা সংস্থা’র মুখপাত্র সানি দত্তির বলেন, আমাদের হাতে আসা তথ্য মতে দশটি রাজ্যে এখন পর্যন্ত ১০০ জন নিহত হয়েছে। আর এ বন্যায় ফলে দেশটির কোগি, নাইজার, আনাবাড়া ও ডেল্টা এই চারটি প্রদেশে জাতীয় দুর্যোগ ঘোষণা করা হয়েছে। দেশটির কেন্দ্রীয় সরকার ক্ষতিগ্রস্তদের তল্লাশি, উদ্ধার এবং পুনর্বাসনের কাজ করে যাচ্ছে।