বিনোদনের খবর: নব্বই দশকে প্রচারিত একটি নাটকে হুরমতি চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার। টিভি নাটকের বিখ্যাত একটি চরিত্র এটি। এ ‘হুরমতি’ নাম নিয়েই আগে থেকে একটি ছবি নির্মাণ করছেন শবনম পারভীন। যিনি ইত্যাদির নানী হিসেবে ইদানীং পরিচিতি পেয়েছেন। পরিচালনার পাশাপাশি এ ছবিতে হুরমতি চরিত্রে অভিনয়ও করছেন তিনি। মূলত এটি কমেডি ঘরানার ছবি। শবনম পারভীনের বিপরীতে সহজ সরল প্রেমিক রতন চরিত্রে অভিনয় করছে চিত্রনায়ক শ্রাবণ শাহ্। এতে অভিনয় প্রসঙ্গে শ্রাবণ বলেন, ‘ছবিটির সংলাপ এতই মজার যে, শুটিংয়ের সময় সংলাপ ডেলিভারি দিতে গিয়ে আমরা নিজেরাই হেসে ফেলি। খুব মনোযোগ দিয়ে কাজ করতে হয়েছে। শবনম আপু গোছানো ইউনিট নিয়ে কাজ করছেন। ভালো একটি প্রজেক্ট হচ্ছে।’ চলতি বছরের শেষের দিকে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান পরিচালক। এতে আরও অভিনয় করছেন বড়দা মিঠু, দিলারা জামান, সনি রহমান, নিলয়, টুকু, ইমরান হাসুসহ আরও অনেকে। নেতিবাচক চরিত্রে অল্প যে কজন অভিনেত্রী বাংলাদেশী চলচ্চিত্রে শক্ত অবস্থান গড়তে সক্ষম হয়েছেন শবনম পারভীন (Shabnam Parvin) তাদের অন্যতম। মঞ্চ নাটক থেকে তিনি ছোট পর্দায় এবং পরবর্তীতে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তিনি প্রথম অভিনয় করেন ১৯৮২ সালে আলাউদ্দিন আহমেদের প্রযোজনায় ‘দুটি গানের একটি সুর’ নাটকে। তার অভিনীত প্রথম চলচ্চিত্র ‘আগুন পানি’ ১৯৮৮ সালে মুক্তি পায়। কে এম আইয়ুবের এ ছবিতে নায়িকা চরিত্রে কাজ করেন তিনি। ১৯৮৬ সালে ‘শুকতারা’ ছবিতে খলনায়িকা চরিত্রে প্রথম অভিনয় তার।