বিনোদনের খবর: ‘আমার বক্তব্য সকলের ইতিবাচকভাবে নেওয়া উচিত। আমার ভক্তদের উদ্দেশ্যে বলতে চাই আমি খুব নরমালি ওই কথা বলেছি। এটা সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। যারা সমালোচনা করছে তারা কেন করছে আমি বুঝতে পারছি না।’ কথা গুলো বলছিলেন চিত্রনায়িকা পপি। সম্প্রতি শাহরিয়ার নাজিম জয়ের ‘সেন্স অব হিউমার’ অনুষ্ঠানে উপস্থিত হয়ে পপি জয়ের সাথে হাত মেলাতে অস্বীকৃতি জানান। জয় হাত বাড়িয়ে দিলেও পপি হাত মেলাতে অস্বীকৃতি জানান। জয় হাত এগিয়ে দিলেও পপি হাত মেলাননি। জয় জানতে চান হাত মেলানো যাবে কি না, জবাবে পপি বলেন, মুসলমান ধর্মে নারী-পুরুষ হাত মেলানো ঠিক না। এরপর অনুষ্ঠানের এই অংশের ভিডিও ক্লিপস ছড়িয়ে পড়ে। সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় বয়ে যায়। কিন্তু এ বিষয়ে পপি মাথা ঘামাতে নারাজ। মঙ্গলবার দুপুরে পপি কালের কণ্ঠকে বলেন, যারা আমার কথা ভালোভাবে নেবে, তাদের কাছে ভালো। যারা খারাপ ভাবে নেবে হয়তো তাদের কাছে খারাপ। কিন্তু এটা আমি নরমালি বলেছি। পপি বলেন, আমার কথার যারা বিভিন্ন অর্থ তৈরি করছে, তারা কেন করছে বুঝতেছি না। আমার অনুষ্ঠানের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত না। উল্লেখ, মাঝখানে বেশ কিছু সময় বিরতি দিয়ে বর্তমানে চলচ্চিত্রে ফের নিয়মিত হয়েছেন পপি। সম্প্রতি কাটপিছ নামের একটি চলচ্চিত্রে কাজ করছেন বলে জানা গেছে।