খেলা

বঙ্গবন্ধু গোল্ডকাপে বাদ সেই গোলরক্ষক সোহেল

By daily satkhira

September 18, 2018

খেলার খবর: সাফ চ্যাম্পিয়নশিপের হতাশা কাটতে না কাটতেই সামনে চলে এলো আরও একটি আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট। ১ অক্টোবর থেকে সিলেট স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বঙ্গবন্ধুর নামে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু গোল্ডকাপ। এই টুর্নামেন্টের জন্য ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। যে দল থেকে বাদ দেয়া হয়েছে সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে ডোবানো গোলরক্ষক শহিদুল আলম সোহেলকে। সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপে স্বপ্নের শুরু হয়েছিল বাংলাদেশের। প্রথম দুই ম্যাচে ভুটান এবং পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রেখেছিল লাল-সবুজ জার্সিধারীরা। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে এসে নেপালের কাছে ২-০ গোলে হেরে বিদায় নিতে হয় বাংলাদেশকে। এই ম্যাচে গোলরক্ষক শহিদুল আলম সোহেলের শিশুসূলভ একটি ভুলই বাংলাদেশকে ছিটকে দেয় সাফ চ্যাম্পিয়নশিপ থেকে। নেপালের করা একটি ফ্রি কিক হাতের মধ্যে নিয়েও জালের মধ্যে ছেড়ে দেন গোলরক্ষক সোহেল। ওই অমার্জনীয় ভুলটি করার পর থেকেই সমালোচনার ঝড় ওঠে গোলরক্ষক সোহেলকে নিয়ে। তখনই জানা যায়, সাফ চ্যাম্পিয়নশিপ এবং বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য যে প্রস্তুতি ক্যাম্প করেছিলেন কোচ জেমি ডে, সেই ক্যাম্পে ছিলেন না এই গোলরক্ষক। শেষ মুহূর্তে এসে হঠাৎই তাকে দলে অন্তর্ভূক্ত করা হয় এবং সরাসরি নিয়ে নেয়া হয় একাদশে। তুমুল সমালোচনার মুখে অবশেষে বঙ্গবন্ধু গোল্ডকাপের প্রাথমিক দল থেকেও বাদ দেয়া হলো আবাহনীতে খেলা এই গোলরক্ষককে। তার পরিবর্তে বাংলাদেশ দলের গোলপোস্ট সামলাবেন এশিয়ান গেমসে কাতারকে হারানো দলের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানা।