জি.এম আবুল হোসাইন : সাতক্ষীরা সদর উপজরলার কুশখালি ইউনিয়নের ভাদড়ায় সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটি (সিবিসিপিসি), শিশু ক্লাব, অভিভাবক দল ও প্রোটেকটিভ সার্কেল প্রতিনিধিদের সাথে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে কুশখালি ইউনিয়নের ভাদড়ায় পলাশ শিশু ক্লাবে ব্রেকিং দ্য সাইলেন্স’র আয়োজনে ও সেভ দ্য চিলড্রেন’র সহযোগীতায় উক্ত ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সমাজ ভিত্তিক শিশু সুরক্ষা কমিটির (সিবিসিপিসি) সভাপতি মোছা. মনজুরা খানম ইতির সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ডালিয়া অভিভাবক দলের সভাপতি মোছা. ফিরোজা বেগম, পলাশ অভিভাবক দলের সদস্য মো. রকিব উদ্দীন বাবলু, শিমুল অভিভাবক দলের সদস্য মো. নুর নবী, পলাশ শিশু ক্লাবের সভাপতি মোছা. তন্নি খাতুন, শিমুল শিশু ক্লাবের সভাপতি মোছা. রেহেনা খাতুন, জিসিসি প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার মোছা. সিরাজুম মনিরা, আব্দুল আলীম প্রমুখ। সভায় শিশুদের চাহিদার ভিত্তিতে বরাদ্দকৃত বাজেট অর্থপ্রাপ্তি সাপেক্ষে খাত অনুযায়ী ব্যয়ের পরিকল্পনা ও অগ্রগতি বিষয়ক আলোচনা করা হয়। ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম শিশুদের মতামত ও চাহিদার ভিত্তিতে অগ্রাধিকার ভাবে শিশু সংশ্লিষ্ট বিষয়গুলি সমাধানের বিষয়ে সকল ইউপি সদস্যকে আহবান জানান। সভাটি সঞ্চালনা করেন ব্রেকিং দ্য সাইলেন্স’র জিসিসি প্রকল্পের কমিউনিটি মবিলাইজার মো. আবুল হোসেন।