ভিন্ন স্বা‌দের খবর

টি- ব্যাগের দাম ১১ লাখ টাকা!

By daily satkhira

September 18, 2018

অনলাইন ডেস্ক: সকালে ঘুম থেকে উঠে এককাপ চা না হলে কী চলে? তবে চা বানানো ঝামেলার কাজ হওয়ায় এখন চায়ের টি-ব্যাগ অনেক জনপ্রিয়। সময় বাচানোর জন্য আমরা খোলা চা পাতার বদলে টি-ব্যাগ ব্যবহার করে থাকি। একটি টি-ব্যাগ দিয়ে সাধারণত এক কাপ চা-ই বানিয়ে থাকি। তবে এমন একটি টি-ব্যাগ আছে যেটি দিয়ে তৈরি করা যাবে দুই লাখ কাপ চা! ব্রিটিশ জুয়েলারি নির্মাতা প্রতিষ্ঠান বডেলস এমন একটি টি-ব্যাগ তৈরি করেছে যেটি দিয়ে দুই লাখ কাপ চা পাওয়া সম্ভব। তবে সেক্ষেত্রে প্রতি কাপ চায়ের দাম হতে হবে পাঁচ টাকা। অর্থাৎ বিশেষ এই টি-ব্যাগটির দাম এগারো লাখ টাকার কাছাকাছি। একটি টি-ব্যাগের দাম এগারো লাখ টাকা হওয়ার কারণ টি-ব্যাগটিতে বসানো রয়েছে ২৮০টি মূল্যবান হীরা। ব্রিটিশ চা কোম্পানি ‘পিজি টিপস’-এর ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে তৈরি হয়েছিল বিশেষ এই টি-ব্যাগটি। এটি অবশ্য কোনো মেশিনে তৈরি করা হয়নি। তিন মাস ধরে একটি একটি হীরা বসিয়ে হাতে বুনে তৈরি করা হয়েছিল এটি। ম্যানচেস্টার চিল্ড্রেন’স হাসপাতালের শিশুদের চিকিত্সা খাতে সাহায্যের উদ্দেশ্যে তৈরি হয়েছিল এই টি-ব্যাগ।