খেলার খবর: হংকংয়ের বিপক্ষে বড় স্কোর গড়ার দিকে এগুচ্ছে ভারত। দলটি ৩৮ ওভারের খেলা শেষে দুই উইকেট হারিয়ে করেছে ২১৬ রান। মঙ্গলবার বিকেলে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৫ রানের উদ্বোধনী জুটি গড়ার পর অধিনায়ক রোহিত শর্মা আউট হয়ে যান (২৩)। পরে শিখর ধাওয়ান ও আম্বাতি রাইডু দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন। এই দুজন ২০ ওভারের মধ্যে শত রান পূর্ণ করতে সক্ষম হন। দলীয় ১৬১ রানে রাইডু আউট হন। মাঠ ছাড়ার আগে তিনি করেন ৬০ রান। অপরদিকে সেঞ্চুরি করে এখনও ব্যাটিং করে যাচ্ছেন ধাওয়ান। ব্যাটিংয়ে পাকিস্তানের কাছে নাকানি-চুবানি খেয়েছিল হংকং। সেই দিক মাথায় রেখে মঙ্গলবার টস জিতে শুরুতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় দলটি। রোহিত শর্মাকে ফিরিয়ে দিয়ে বেশ লড়াকু মনোভাবেরই পরিচয় দিচ্ছিল দলটির বোলাররা। তবে বল গড়াতে থাকলে পরিস্থিতি ক্রমেই ভারতের নিয়ন্ত্রণে যায়। আজকের ম্যাচে হেরে গেলে হংকংয়ের বিদায় হয়ে যাবে। শেষ চারে চলে যাবে ভারত ও পাকিস্তান। এই গ্রুপে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ হবে আগামীকাল বুধবার।