আশাশুনি

নৌকায় ভোট চে‌য়ে শোভনালী‌তে রুহুল হ‌কের পথসভা

By daily satkhira

September 19, 2018

নিজস্ব প্রতিনিধি: আজ বুধবার সকালে আশাশুনি উপজেলার শোভনালি ইউনিয়নের বদরতলা এলাকায় অনুষ্ঠিত এক পথসভায় নৌকা প্রতীকে ভোট চেয়ে নির্বাচনী প্রচার করেছেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্যমস্ত্রী প্রফেসর ডা: আ ফ ম রুহুল হক এমপি। উক্ত সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা-৩ আসনের সাংসদ প্রতিনিধি শম্ভুজিত মণ্ডল। সভায় ডা: রুহুল হক এমপি জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন চিত্র জনসাধারণের মাঝে তুলে ধরে বলেন, জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত করেছেন। দেশের রাস্তা-ঘাটের উন্নয়ন হয়েছে। মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। ঘরে ঘরে চাকরি দিয়েছেন। জননেত্রী শেখ হাসিনা টানা দুই মেয়াদে প্রধানমন্ত্রী থাকায় বাংলাদেশ আজ বিশ্ব দরবারে দ্রুত উন্নয়নের এক রোল মডেলে পরিণত হয়েছে। একের পর মেগা প্রকল্পের বাস্তবায়নের মাধ্যমে বর্তমান সরকার দেশের জীবন-মানের অভূতপূর্ব উন্নয়ন ঘটিয়েছে। আশাশুনিও এই উন্নয়নের অংশীদার হয়েছে। আশাশুনির ৪টি ইউনিয়নে আশ্রায়ণ প্রকল্প হয়েছে, ১১ টি ইউনিয়নে ২৬ টি সাইক্লোন শেল্টার ও ৩ টি স্কুলের নতুন ভবন নির্মাণ করা হয়েছে, আশাশুনি ডিগ্রি কলেজ সরকারিকরণ সহ মহিলা কলেজের নতুন ভবণ নির্মাণ, আশাশুনি বাইপাস সড়ক নির্মাণ, মা ও শিশুদের জন্য ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মাণ, আশাশুনিতে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ সহ তিনি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উল্লেখ করেন। সাতক্ষীরাবাসীর স্বপ্নের মেডিকেল কলেজ, বাইপাস সড়কের কাজ সম্পন্নের পথে, রেললাইন স্থাপনের প্রাথমিক প্রস্তুতিও শেষ হয়েছে। ” আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চেয়ে তিনি বলেন, “যতবার বিএনপি-জামাত জোট ক্ষমতায় এসেছে তারা বাংলাদেশকে মৌলবাদী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে। বিশ্ব দরবারে আমাদের প্রিয় মাতৃভূমিকে অসম্মানিত করেছে। বিপরীতে একাত্তরের স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া আওয়ামীলীগ প্রতিবার ক্ষমতায় এসে বাংলাদেশকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায়। বিশ্ববাসী অবাক হয়ে দেখেছে শেখ হাসিনার নেতৃত্বে একের পর এক সাফল্য। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের মাধ্যমে বাংলাদেশ আজ বিশ্ব পারমাণবিক ক্লাবের গর্বিত সদস্য। বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে বিশ্বকে আগামীর বাংলাদেশের বার্তা শুনিয়েছেন জননেত্রী শেখ হাসিনা। ”আগামী নির্বাচনে বাংলাদেশকে সমৃদ্ধশালী সোনার বাংলায় পরিণত করতে আবারো নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।