জাতীয়

আমি তো আওয়ামী লীগের সঙ্গেই থাকব: এরশাদ

By daily satkhira

September 20, 2018

দেশের খবর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ১০০ আসনের তালিকা চূড়ান্ত করেছে। আর সেই তালিকা জাতীয় পার্টির পক্ষ থেকে আওয়ামী লীগকে দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘আমরা কোনো আসনেই ছাড়তে রাজি নই। ১০০ আসন চেয়েছি ৭০/৮০টি আসন তো পাবই।’ বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। এদিন ব্যক্তিগত সফরে রংপুরে আসেন এরশাদ। এরশাদ নিজে এবার তিন আসন থেকে নির্বাচন করবেন জানিয়ে বলেন, ‘এর মধ্যে ঢাকা-১৭ ও রংপুর-৩ রয়েছে। আর বাকি আসনের কথা উল্লেখ না করে বলেন, সময় বলে দেবে আর কোন আসনে দাঁড়াব।’ জাতীয় ঐক্যে বিএনপির যোগ দেয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপি জাতীয় ঐক্যে যোগ দিলে কতটা শক্তিশালী হবে তা বলতে পারব না। তবে যদি বিএনপি নির্বাচনে আসে, জাতীয় পার্টি আমি তো আওয়ামী লীগের সঙ্গেই থাকব।’ ‘জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে থাকলে মহাজোটকে কেউ হারাতে পারবে না। যতই জাতীয় ঐক্য হোক না কেন, তারা মহাজোটের ধারে কাছেও আসতে পারবে না। নির্বাচনে মহাজোট বিপুল ভোটে জয়লাভ করবে তা নিশ্চিত।’ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় দায়িত্ব পালনের জন্য নির্বাচনকালীন সরকারে মন্ত্রী হিসেবে থাকতে আশাবাদও ব্যক্ত করেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ। তিনি বলেন, ‘নির্বাচনকালীন সরকারে নিজের মন্ত্রী হওয়ায় বাধা নেই। সরকারে থাকতে সাংবিধানিক কোনো বাধা নেই। আমি তো বলেছি থাকতে পারি। কারণ আমার তো কোনো বাধা নেই। বিরোধীদলীয় নেত্রী (রওশন) থাকতে পারবেন না। কারণ উনি বিরোধীদলীয় নেত্রী থাকবেন শেষ দিন পর্যন্ত। উনি হয়ত নাও থাকতে পারেন। কিন্তু আমি থাকবো।’ খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও কথা বলেন জাপা চেয়ারম্যান। বলেন, ‘তিনি অসুস্থ কি না জানি না। সরকার তাকে যদি হাসপাতালে নিতে চায় তাহলে আমার বলার কিছু নাই। বলা উচিতও না।’ নির্বাচনে ইভিএম ব্যবহার প্রসঙ্গে এরশাদ বলেন, ‘ইভিএম পদ্ধতি বাংলাদেশের মানুষের কাছে পরিচিতি লাভ করেনি। বৃহৎ জনগোষ্ঠীর কাছে গ্রহণযোগ্যতা পায়নি। এ কারণে আমি নিজেও ইভিএম পদ্ধতি পছন্দ করি না।’ এ সময় তার সফরসঙ্গী ছিলেন, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, প্রেসিডিয়াম সদস্য মেজর (অব.) খালেদ, রংপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির।