আশাশুনি

আশাশুনিতে শিক্ষক-শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত

By Daily Satkhira

September 21, 2018

আশাশুনি ব্যুরো: আশাশুনি সরকারি কলেজে পরিবর্তনকামী নাগরিক হিসাবে জনগোষ্ঠিতে উদ্বুদ্ধকরণে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজ হল রুমে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এনজিও রূপান্তরের সহযোগিতায় অগ্রগতি সংস্থার পিচ কনসোর্টিয়াম প্রজেক্টের আয়োজনে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর হোসেন আলি। প্রশিক্ষণ প্রদান করেন অগ্রগতি সংস্থার মাষ্টার ট্রেইনার আশাশুনি প্রেসক্লাব সভাপতি জি এম মুজিবুর রহমান ও রাজু আহমেদ। কলেজের ৩ জন শিক্ষক ও ৩০ জন শিক্ষার্থীকে নিয়ে সম্প্রীতি ও সৌহার্দ্য, বহুমাত্রিকতার প্রতি শ্রদ্ধাবোধ এবং উগ্রপন্থা ও সহিংসতা বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া রেডিকালাইজেশন এর ধাপ সমুহ সচিত্র আলোচনা পূর্বক উগ্রপন্থায় জড়িয়ে পড়ার ১৪টি সূচক সম্পর্কে ধারণা প্রদান করা হয়।