জাতীয়

রাতে ফেসবুক বন্ধ চান রওশন এরশাদ

By Daily Satkhira

September 21, 2018

দেশের খবর: জাতীয় সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ বলেছেন, আমাদের ছেলেমেয়েরা রাতে ঘুমায় না। এরা ফেসবুকে আসক্ত হয়ে গেছে। এটি একটি সময়সীমার মধ্যে আনা গেলে ভালো হয়। ১১টার পরে ফেসবুক বন্ধ করতে পারলে পড়াশোনায় মন থাকবে।

বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের ২২তম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, চীনে নেই, সৌদি আরবে ফেসবুক নেই। শিশুদের হাতে স্মার্টফোন তুলে দেওয়া আর কোকেন তুলে দেওয়া একই কথা। ডিজিটাল বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়তে চাইলে ছেলেমেয়দের রক্ষা করতে হবে। উপায় খুঁজতে হবে।