আন্তর্জাতিক

রোহিঙ্গাদের ওপর গণহত্যা হয়েছে : কানাডা পার্লামেন্ট

By Daily Satkhira

September 21, 2018

বিদেশের খবর: কানাডার ‘হাউস অব কমন্স’ সদস্যরা একমত হয়েছেন যে, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের ওপর যে বর্বর ঘটনা ঘটেছে তা ‘গণহত্যা’। সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নির্মূল অভিযানে গণহত্যা সংঘটিত হয়েছে বলে ঘোষণা করতে কানাডার আইনপ্রণেতারা সর্বসম্মতভাবে ভোট দিয়েছেন।

সর্বসম্মতভাবে বিষয়টিতে একমত হওয়ায় মিয়ানমারে জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের তথ্য-উপাত্তে অনুমোদনও দিয়েছেন তারা। এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচার করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাছে আহ্বানও জানিয়েছেন তারা।

এ বিষয়ে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড বলেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে অপরাধ কতটা মর্মান্তিক ও নিষ্ঠুর ছিল, সেদিকেই আমি জোর দিতে চাই। রোহিঙ্গারা যাতে ন্যায়বিচার পান ও অপরাধীরা যাতে জবাবদিহিতার আওতায় আসে, সেজন্য একটি আন্তর্জাতিক চেষ্টার নেতৃত্ব দিচ্ছি আমরা।