সাতক্ষীরা

সাতক্ষীরায় পুলিশি অভিযানে আটক-৩২

By daily satkhira

December 14, 2016

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় পুলিশের নিয়মিত অভিযানে ৩২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার  রাত থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে সাতক্ষীরা থানা ১৩ জন, কলারোয়ায় ৬ জন, তালায় ৩ জন, কালিগঞ্জে ৩ জন, শ্যামনগরে ১ জন, আশাশুনিতে ৩ জন, দেবহাটায় ১ জন ও পাটকেলঘাটা থানা পুলিশ  ২ জনকে আটক করেছে। এছাড়া, ৬৪ পিচ ইয়াবা বড়ি ও ১০০ গ্রাম গাজা উদ্ধার করেছে পুলিশ। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা মিজানুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামালা রয়েছে।