আন্তর্জাতিক

মিশরে দুই হাজার বছরের পুরনো স্ফিংসের সন্ধান

By daily satkhira

September 22, 2018

বিদেশের খবর: মিশরের কম অমবোতে একটি পুরাতন উপাসনালয়ের কাছে প্রায় দুই হাজার বছরের পুরনো এক স্ফিংসের সন্ধান পেয়েছেন দেশটির প্রত্নতত্ত্ববিদরা। নতুন আবিষ্কার হওয়া বেলেপাথরের এ মূর্তিটি ভূগর্ভস্থ পানির কাজ করার সময় পাওয়া যায়। কম অমবোর দক্ষিণ পাশে দক্ষিণের আসওয়ান শহরে স্ফিংসটি পাওয়া গেছে বলে জানিয়েছে মিশরের পুরাতত্ত্ব মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের ফেসবুক পেইজ থেকে প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, একটি ক্ল্যাসিক স্ফিংস যার দেহ সিংহের এবং মাথা মানুষের, পরে আছে সাপের মুকুট ও মাথায় পাগড়ি। স্ফিংস হলো প্রাচীন মিশরীয় পুরাণের অন্যতম চরিত্র। স্ফিংসের পিরামিড বিশ্বের অন্যতম প্রাচীন স্থাপত্য নিদর্শন।পারস্য ও গ্রিক সংস্কৃতিতেও স্ফিংসের অস্তিত্ব পাওয়া যায়। সূত্র: এজেসি ডটকম