খেলার খবর: ১৪তম এশিয়া কাপের গ্রুপ পর্বের খেলা ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এখন চলছে সুপার ফোরের খেলা। এরই মধ্যে ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ-ভারত ম্যাচে ৭ উইকেটে পরাজিত হলেও একটি মাইলফলকের দেখা পান অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। দলীয় ৩৫.৩ ওভারের সময় ভারতীয় সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিকে আউট করার মধ্য দিয়ে ওয়ানডে ফরম্যাটে উইকেট সংখ্যার দিক দিয়ে পাকিস্তানের গতির দানব শোয়েব আখতারকে ছাড়িয়ে যান মাশরাফি। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস খ্যাত পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতার ১৯৯৮ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ১৩ বছরের ওয়ানডে ক্যারিয়ারে ১৬৩টি ম্যাচ খেলে নিজের ঝুলিতে নিয়েছিলেন ২৪৭টি উইকেট। অন্যদিকে, ২০০১ সাল থেকে এখন পর্যন্ত ১৯৩টি ম্যাচ খেলে নড়াইল এক্সপ্রেস খ্যাত বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা নিজের ঝুলিতে নিয়েছেন ২৪৮টি উইকেট। এশিয়া কাপ শুরুর আগে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট শিকারি বোলারদের তালিকায় ২৬তম অবস্থানে থেকে এশিয়া কাপ শুরু করেন মাশরাফি বিন মুর্তজা। শুক্রবার (২১ সেপ্টেম্বর) তিনি এক ধাপ এগিয়ে বর্তমানে এ তালিকায় ২৫তম স্থানে অবস্থান করছেন। পাকিস্তানের সাবেক স্পিড স্টার শোয়েব আখতারকে টপকানোর পাশাপাশি এবার ২৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করার সুযোগ মাশরাফির সামনে। এর মাধ্যমে সুযোগ রয়েছে কপিল দেব, চামিন্দা ভাস, মাখায়া এনটিনি, জেমস অ্যান্ডারসন, হরভজন সিং, অ্যালান ডোনাল্ড, জ্যাক ক্যালিসদের মতো বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিদের ছাড়িয়ে যাওয়ার। প্রসঙ্গত, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ৫৩৪ উইকেট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি মুত্তিয়া মুরালিধরণ। পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম তার পরের অবস্থানে রয়েছেন। এ দুই বোলার ছাড়া আর কোনো বোলারই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ উইকেট শিকার করতে পারেনি।