কি যে খুশি সবার মনে ন্যাশনাল সার্ভিসের আগমন, ধন্য হল সাতক্ষীরাবাসী, ধন্য হল বাংলাদেশের সব জনগন। সবাই মিলে গাইবো মোরা প্রধানমন্ত্রীল জয়গান, সবাই মিলে গাইবো মোরা শেখ হাসিনার জয়গান, ন্যাশনাল সার্ভিসের সার্ভিসম্যান মুকন্দ কুমার গাইনের কণ্ঠে গওয়া গানের মধ্যে দিয়ে গতকাল সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে যুব ভবন সাতক্ষীরার মিলনায়তনে সাতক্ষীরা জেলার ন্যাশনাল সার্ভিস কর্মসূচির অস্থায়ী কর্মসংস্থানে নিয়োজিত সার্ভিসম্যান ও চলমান প্রশিক্ষণার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ন্যাশনাল সার্ভিস সেলের পরিচালক আবুল হাছান খান। যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরা সহকারী উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের, সার্ভিসম্যানদের মধ্যে অর্জুন কান্তি নাগ, ইলোরা আরবী, বিপ্লব কুমার মন্ডল, মোঃ মোজাহিদ হোসেন, চলমান প্রশিক্ষনার্থীদের মধ্যে মোঃ সালাউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন, প্রশিক্ষনার্থীদৈর প্রশিক্ষক নির্মল কান্তি, আব্দুল লতিফ, মোঃ মনিরুজ্জামান শাহিন ও ন্যাশনাল সার্ভিসে কর্মরত সার্ভিসম্যান ও চলমান প্রশিক্ষনার্থীরা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রধান মন্ত্রীর নির্বাচনি ইসতেহার ছিল ঘরে ঘরে একজন শিক্ষিত বেকারকে চাকরি দিবে। তিনি তার কথা রেখেছেন। বর্তমানে ৩৭টি জেলার ১৩৫টি উপজেলায় অস্থায়ী কর্মসংস্থান ন্যাশনাল সার্ভিস প্রকল্পটি চলমান রয়েছ্ েআগামীতে যদি আবার সরকার গঠন করে তাহলে বাকি জেলা গুলোতেও এই প্রকল্পের অগ্রযাত্রা বাস্তবায়ন হবে। প্রেস বিজ্ঞপ্তি