নিজস্ব প্রতিবেদক : শ্রী শ্রী মহাশ্মশ্বান কালিপূজা উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে সদরের ব্রহ্মরাজপুর ইউনিয়নের মাছখোলার ছাকলা মহাশ্মশ্বান প্রাঙ্গণে ব্রহ্মরাজপুর ইউনিয়ন যুব কমিটির সভাপতি সুশীল দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় বক্তব্যে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী। এ দেশে হিন্দু- মুসলীম, বৈদ্ধ, খ্রিষ্টান শান্তিপূর্ণভাবে তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করে আসছে। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী তারা দেশ ও জাতির শত্রু। এ দেশ আপনাদের, এ দেশে আপনাদের নাড়ি পোতা। তাই এ দেশ থেকে আপনারা চলে যাবেন না। এ দেশে আপনারা আপনাদের অধিকার নিয়ে বসবাস করবেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র এম.এ জলিল, ব্রহ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস.এম শহিদুল ইসলাম, জয় মহাপ্রভু সেবক সংঘ জেলা শাখার সভাপতি বিশ্বনাথ ঘোষ, জেলা কৃষকলীগের যুগ্ম সম্পাদক সাংবাদিক এস.এম রেজাউল ইসলাম, জেলা হিন্দু-বৈদ্ধ্য, খ্রিষ্টান, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার শীল, জয় মহাপ্রভু সেবক সংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক রঘুজিৎ গুহ, ইউপি সদস্য ফজলুর রহমান মতি, জয় মহাপ্রভু সেবক সংঘ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক নিত্যনন্দন আমিন, জেলা যুব কমিটির উপদেষ্টা বিকাশ চন্দ্র দাশ, প্রাণনাথ দাস, পূন্য চন্দ্র বিশ্বাস, সনজীব বিশ্বাস, বাসুদেব দাশ প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জেলা যুব কমিটির সাধারণ সম্পাদক সুমন অধিকারী।