খেলা

কষ্টের জয়ে শীর্ষে রিয়াল

By daily satkhira

September 23, 2018

খেলার খবর: মার্কো অ্যাসেনসিওর একমাত্র গোলে এসপানিওলের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। শনিবার ঘরের মাঠের কষ্টের জয় পয়েন্ট তালিকার শীর্ষে তুলে দিয়েছে হুলেন লোপেতেগির দলকে। বার্নাব্যুতে বারবারই রিয়াল মাদ্রিদকে পরীক্ষা নিয়েছে এসপানিওল। বোরজা ইগলিসিয়াসের বুলেট শট ক্রসবারে প্রতিহত না হলে লস ব্লাঙ্কোসদের মাঠ থেকে পয়েন্ট নিয়েই ফিরতে পারত বার্সেলোনার প্রতিবেশিরা। কিন্তু শেষ পর্যন্ত ম্যাচ জিতে নিয়েছে রিয়ালই। গত বুধবার এএস রোমার বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্ত এক জয়ের পর লা লিগার আবারও কিছুটা আলোহীন রিয়াল মাদ্রিদ। শুরুটা দারুণ করে পয়েন্ট টেবিলের ছয়নম্বর দলের বিপক্ষে বারবার খেই হারিয়েছে লোপেতেগির শিষ্যরা। রিয়াল কোচ এদিন শুরুতে বিশ্রাম দিয়েছিলেন গ্যারেথ বেল, মার্সেলো ও টনি ক্রুজকে। ইনজুরিতে থাকা দানি কারভাহালের জায়গায় এদিন অভিষেক হয় ডিফেন্ডার আলভারো ওর্ডিওজোলার। পুরো ম্যাচে রিয়াল কর্তৃত্ব দেখালেও বারবার চোখ রাঙিয়েছে এসপানিওল। বল দখলে এসপানিওলের চেয়ে অনেকখানি এগিয়ে ছিল রিয়াল। রিয়ালের আক্রমণ সামলাতেই সময় পার করেছেন এসপানিওল খেলোয়াড়েরা। তবে যখনই রিয়াল খেলোয়াড়েরা বলের দখল হারিয়েছেন তখনই স্প্যানিশ জায়ান্টদের ভয় দেখিয়েছে এসপানিওল। ৩৫ মিনিটে রিয়ালের গোলরক্ষককে একা পেয়েও বল জালে জড়াতে পারেননি পেরেজ। ৩৮ মিনিটে ফের সুযোগ পায় এসপানিওল। এবারও ব্যর্থ। শেষ পর্যন্ত অ্যাসেনসিওর গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৪১ মিনিটে এসপানিওলের ডি বক্সে মদ্রিচের বাড়ানো বল থেকে গোল করেন স্প্যানিশ তারকা। কিন্তু গোল নিয়ে খানিকটা ‘গোল’ বাঁধে শুরুতে। অ্যাসেনসিও অফসাইডে ছিলেন কিনা ভার-এর মাধ্যমে সেটা নিশ্চিত হওয়ার পরেই গোলের বাঁশি বাজান রেফারি। প্রথমার্ধেই ব্যবধান দ্বিগুণ করতে পারতেন নাচো। তার ব্যর্থতায় ১-০ গোলের ব্যবধান নিয়েই মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয়ার্ধে ৪৮ মিনিটে মদ্রিচের শট অল্পের জন্য প্রতিপক্ষের জালে জড়ায়নি। ৬২ মিনিটে আবারও মদ্রিচের শট মিস হয়। ৬৫ মিনিটে রামোসের ভুলে উল্টো গোল হজম করতে বসেছিল রিয়াল। এবারও এসপানিওলের খেলোয়াড়ের শট ঠেকিয়ে দেন কোর্তোয়া। ৭৫ মিনিটে রামোসের ক্রস থেকে দুর্দান্ত হেডে গোল ব্যবধান বাড়াতে পারতেন ইসকো। এবার অবশ্য এসপানিওল গোলরক্ষক দেয়াল হয়ে দাঁড়ান। এরপর বেশ কিছু সুযোগ দুই দলই নষ্ট করে। স্কোরলাইন ১-০তে রেখেই খেলা শেষ হয়। রিয়ালের রাতে জয় পেয়েছে তাদের নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদও। ডেভিড সোরিয়া ও থমাস লেমারের গোলে গেটাফের বিপক্ষে ২-০ গোলে জিতেছে ডিয়েগো সিমিওনের দল। এ জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। রিয়ালের পরেই ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে বার্সেলোনা। কাতালানরা অবশ্য এক ম্যাচ কম খেলেছে। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে অ্যাটলেটিকো আছে পাঁচনম্বরে।