খেলার খবর: ইংলিশ প্রিমিয়ার লিগে রাজসিক জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। তবে দুই জায়ান্টের জয়ের দিনে ড্রয়ের ফাঁদে আটকে গেছে আরেক কুলিন ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার কার্ডিফ সিটিকে ৫-০ গোলে হারায় পেপ গার্দিওলার ম্যানসিটি। আর ইয়ুর্গেন ক্লপের কোচিং ক্যারিয়ারের ৬০০তম ম্যাচে সাউদাম্পটনের বিরুদ্ধে ৩-০ গোলে জিতেছে লিভারপুল। কিন্তু ব্রেন অপারেশনের পর প্রথমবারের মতো ওল্ড ট্রাফোর্ডে ফেরা অ্যালেক্স ফার্গুসনের সামনে উলভারহ্যামটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে জোসে মরিনহোর ম্যানইউ।
চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচেই পিএসজির বিরুদ্ধে জিতেছে লিভারপুল। ঘরের মাঠে সেই ধারা প্রিমিয়ার লিগেও অব্যাহত রেখেছে অলরেডরা। কোচ ক্লপের ৬০০তম স্মরণীয় ম্যাচের ১০ মিনিটেই উপহারের গোলে এগিয়ে যায় লিভারপুল। এসময় নিজেদের জালে বল জড়িয়ে দেন সাউদাম্পটনের ওয়েসলি হোয়েট। ১১ মিনিট পর আবার লিড নেয় স্বাগতিকরা। ২১ মিনিটে অ্যানফিল্ড সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দেন জোয়েল ম্যাটিপ। প্রথমার্ধেই তিন গোলে এগিয়ে যায় লিভারপুল। ম্যাচের ৪৫ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন মোহামেদ সালাহ। দ্বিতীয়ার্ধে অবশ্য আর কোনো গোল করতে পারেনি লিভারপুল। সাউদাম্পটনও গোলের জাল খুঁজে না পাওয়ায় ৩-০তে জয় পায় ক্লপের দল। এদিকে, চ্যাম্পিয়ন্স লিগে আগের ম্যাচেই লিওঁ’র কাছে ২-১ গোলে হেরেছিল গার্দিওলার দল।তবে প্রতিপক্ষের মাঠে ৫-০ গোলের বড় জয় দিয়ে এদিন চ্যাম্পিয়ন্স লিগের দুঃখ ভুলেছে ম্যানসিটি। কার্ডিফের মাঠে প্রথম গোল পেতে আধাঘন্টার বেশি অপেক্ষা করতে হয় সিটিকে। ৩২ মিনিটে দলকে প্রথম গোল এনে দেন একদিনই আগেই গার্দিওলার ভূয়সী প্রশংসা পাওয়া সার্জিও আগুয়েরো। তিন মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন বেনার্দো সিলভা। প্রথমার্ধের এক মিনিট বাকি থাকতে (৪৪মিনিট) স্কোরলাইন ৩-০ করেন ইলকেয় গুন্দোগান। প্রথমার্ধে তিন গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধেও ক্ষুরধার ফুটবল খেলে ম্যানসিটি। এই অর্ধে জোড়া গোল করেন এই মৌসুমেই লেস্টার সিটি থেকে আসা স্ট্রাইকার রিয়াদ মাহারেজ। ৬৪ ও ৮৯ মিনিটে গোল করেন আলজেরিয়ান তারকা। চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়ে সমালোচনা থেকে কিছুটা রেহাই পেয়েছিলেন জোসে মরিনহো। কিন্তু এদিন আবার তিক্ত অভিজ্ঞতা হল তার। ঘরের মাঠে উলভারহ্যামটনের সঙ্গে ড্র করে তার দল। ব্রেনে অপারেশনের পর এদিনই প্রথমবারের মতো ওল্ড ট্রাফোর্ডে এসেছিলেন ম্যানইউর কিংবদন্তি সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসন। তার সামনে অবশ্য প্রথম এগিয়ে গিয়েছিল ম্যানইউও। ১৮ মিনিটের সময় রেড ডেভিলদের এগিয়ে দেন ব্রাজিলিয়ান তরুণ ফ্রেড। প্রথমার্ধে ফ্রেডের গোলের লিড নিয়ে বিরতিতে যায় ম্যানইউ। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতায় ফেরে উলভারহ্যামটন। ৫৩ মিনিটে অতিথিদের সমতায় ফেরান জাও মৌতিনহো। ম্যাচের বাকি সময় অনেক চেষ্টা করেও আর গোলের জাল খুঁজে পাননি লুকাকু-সানচেজরা।
দিনের অন্য ম্যাচে এ.এফ.সি. বোর্ন্মাউথকে ৪-০ গোলে হারিয়েছে বার্নলি। হার্ডাসফিল্ড টাউনকে ৩-১ গোলে হারিয়েছে লেস্টার সিটি। এছাড়া ফুলহ্যাম-ওয়াটফোর্ড ১-১ এবং ক্রিস্টাল প্যালেস-নিউক্যাসল ম্যাচটি গোলশূন্য ড্র হয়। এই ম্যাচ পর ছয় ম্যাচে শতভাগ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল। সমানসংখ্যক ম্যাচে দুই পয়েন্ট কম নিয়ে দুইনম্বরে ম্যানসিটি। আর ছয় ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে ম্যানইউ।