সাতক্ষীরা

জেলার উন্নয়নে কাজ করি এই হোক বিজয় মাসের অঙ্গিকার –এমপি রবি

By daily satkhira

December 14, 2016

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় মহান বিজয় দিবসের আলোচনা সভা ও স্থানীয় উদ্যোগে পতিত সেতু চলাচল উপযোগীকরণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে সদরের বিনেরপোতা স্ট্রীল ব্রিজ এলাকায় নিউ নাইস ফাউন্ডেশনের আয়োজনে জেলা ন্যাপের সভাপতি ও সংগঠনের উপদেষ্টা হায়দার আলী শান্ত’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় বক্তব্যে বলেন, আমরা যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি তাদের এ ঋণ কখনও শোধ করা যাবেনা। জেলার উন্নয়নে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করি এটাই হোক বিজয়ের মাসের অঙ্গিকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা কারিগরী প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মুছাব্বেরুজ্জামান, খেঁজুরডাঙ্গা আর. কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাগফুর রহমান, এপিপি এড. তামিম আহমেদ সোহাগ, আবুল হোসেন মো. মাকসুদুর রহমান, ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মো. আবিদার রহমান, নিউ নাইস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সরোজিত তরফদার প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আবু সুফিয়ান সজল।